তুরস্ক থেকে এজিয়ান সাগরের পথে অভিবাসীরা৷ছবি: মাইকেল ভারাক্লাস/পিকচার অ্যালায়েন্স
তুরস্ক থেকে এজিয়ান সাগরের পথে অভিবাসীরা৷ছবি: মাইকেল ভারাক্লাস/পিকচার অ্যালায়েন্স

গ্রিসের উপকূলরক্ষী কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, এজিয়ান সাগরে নৌকাডুবির ঘটনায় একজন অভিবাসীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন অভিবাসীকে উদ্ধার করেছে তারা।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, বুধবার গভীর রাতে কোস দ্বীপের কাছে দুটি নৌকা টহল দিচ্ছিল। সেই সময় তারা ১১ জনকে সমুদ্রে দেখতে পান, তাদের মধ্যে একজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, কোস বন্দরে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

দুই সপ্তাহ আগে, ইভিয়া এবং সামোস দ্বীপের কাছে দুটি অভিবাসী নৌকা ডুবে গিয়েছিল। কমপক্ষে ৩০ জন সেই দুর্ঘটনায় প্রাণ হারান। বেশ কয়েকজনের এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। 

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে নিরাপত্তা ও উন্নত জীবনের সন্ধানে পালিয়ে আসেন আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একাধিক নাগরিক। গ্রিস, ইটালি এবং স্পেন তাদের প্রধান গন্তব্যস্থল।

গ্রিক উপকূলরক্ষী বাহিনী বলেছে, তারা বছরের প্রথম আট মাসে প্রায় দেড় হাজার জনকে উদ্ধার করেছে। গত বছর এই সংখ্যাটা ৬০০-এর কম ছিল।

গ্রিক কর্মকর্তারা বলছেন, ইটালিতে পৌঁছানোর জন্য এজিয়ান সাগরে ইউরোপীয় ইউনিয়নের টহলদারি এড়াতে মানবপাচারকারীরা প্রায় দক্ষিণে দীর্ঘ এবং আরো বিপজ্জনক পথ বেছে নিচ্ছে।

অভিবাসন মন্ত্রী নোটিস মিতারাচি এই সপ্তাহে স্কাই টিভিকে বলেন, "তুরস্ক থেকে আশি শতাংশ মানুষ সরাসরি ইটালিতে পৌঁছান।"


আরকেসি/কেএম (এএফপি)

 

অন্যান্য প্রতিবেদন