ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত চারজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷ ইটালির কোস্টগার্ড শনিবার এই তথ্য জানায়৷
ইটালির কোস্টগার্ডকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১৩জন অভিবাসনপ্রত্যাশীর একটি দল আফ্রিকার দেশ আলজেরিয়ার সমুদ্র উপকূল থেকে নৌকায় করে ইউরোপের উদ্দশে যাত্রা করে৷
কিন্তু আলজেরিয়ার সমুদ্রসীমার শেষ প্রান্তে আসার পর খারাপ আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় সাগরে ভাসছিল৷ এ সময় আলজেরিয়ার সমুদ্ররক্ষীরা ইটালির কোস্টগার্ডকে সহযোগিতার আহ্বান জানায়৷
খবর পেয়ে ইটালির কোস্টগার্ডের সদস্যরা ক্রিস্টিনা বি নামে একটি পন্যবাহী জাহাজ নিয়ে বিপদাপন্ন এসকল অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করতে এগিয়ে যায়৷ কিন্তু পণ্যবাহী জাহাজটিকে দেখতে পেয়ে অভিবাসনপ্রত্যাশীদের কয়েকজন তাদের নৌকা থেকে সমুদ্রে লাফিয়ে পড়ে৷
পড়ুন: অবৈধ অভিবাসন ঠেকাতে অস্ট্রিয়া, সার্বিয়া ও হঙ্গেরির চুক্তি
এসময় কোস্টগার্ডের সদস্যরা সমুদ্র থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়৷ সমুদ্রে লাফ দেওয়া দুইজন অভিবাসনপ্রত্যাশী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে৷
আর নৌকায় থাকা অন্তত ছয়জন নারী ও পুরুষ অভিবাসনপ্রত্যাশীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে৷
উল্লেখ্য আফ্রিকার দেশ আলজেরিয়া থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন৷
পড়ুন: শ্রমসংকট কাটাতে গ্রিন কার্ড চালু করতে চায় জার্মানি
আলজেরিয়া উপকূল থেকে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই ভূমধ্যসাগরের তীরবর্তী ইউরোপের দেশ ইটালিতে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷
ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৯৩ হাজার ৬০০ অভিবাসনপ্রত্যাশী সাগর পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছেছেন৷
আরআর/এসিবি (ডিপিএ)