ভূমধ্যসাগর থেকে অভিবাসী উদ্ধার এবং মিশরি নাগরিকদের গ্রিসের কৃষিখাতে মৌসুমী কর্মী হিসেবে নিয়োগ দেয়া সংক্রান্ত দুটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে এথেন্স ও কায়রো৷
গত দুই মাসের মধ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠকে মঙ্গলবার চুক্তি দুটি স্বাক্ষরিত হয়৷ কায়রোয় প্রথমে ভূমধ্যসাগর থেকে অভিবাসী উদ্ধার বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন মিশর এবং গ্রিক প্রতিরক্ষামন্ত্রী৷ পরবর্তীতে দুইদেশের উপপররাষ্ট্রমন্ত্রীরা গ্রিসের কৃষিখাতে মিশরি কর্মী নিয়োগের বিষয়ে চুক্তি করেন৷
চুক্তি অনুযায়ী, পাঁচহাজার মিশরি বছরে নয়মাস অবধি গ্রিসে গিয়ে দেশটির কৃষিখাতে কাজ করতে পারবেন৷ এই চুক্তির বিষয়ে গত সেপ্টেম্বরে ইনফোমাইগ্রেন্টসে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল৷ মৌসুমী কর্মী আনতে বাংলাদেশের সঙ্গে চুক্তির পর মিশর ও পাকিস্তানের সাথেও একইধরনের চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে সেসময় ইনফোমাইগ্রেন্টসকে নিশ্চিত করে গ্রিক সরকারের একটি সূত্র৷
গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনডিয়াস মঙ্গলবারের চুক্তির বিষয়ে বলেন, ‘‘আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের মূল্যবান জীবন রক্ষায় একটি কাঠামো গড়ে তোলা৷’’
প্রতিবছর যুদ্ধ এবং দরিদ্রতা থেকে বাঁচতে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করেন৷ তাদের অনেকে গ্রিস বা ইটালি পৌঁছাতে অনিয়মিত পথে ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করেন৷ এই রুটে নৌকা ডুবে অনেক প্রাণহানির ঘটনা ঘটে৷
গ্রিস এবং মিশর নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত করতে চাচ্ছে কেননা গতমাসে তুরস্ক লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারের সঙ্গে সমুদ্র এবং গ্যাস বিষয়ক একটি চুক্তি করেছে৷ চুক্তির মধ্যে লিবিয়ার সমুদ্র উপকূলে যৌথভাবে গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিষয়টি রয়েছে৷
মিশর এবং গ্রিস দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে আঙ্কারা ভূমধ্যসাগরে নিজেদের প্রভাব বাড়াতে চাচ্ছে৷ ২০১৯ সালে তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এর্দোয়ান পূর্ব ভূমধ্যসাগরের একটি বিতর্কিত অর্থনৈতিক এলাকায় প্রবেশ করতে লিবিয়ার ত্রিপোলিকেন্দ্রিক সরকারের সঙ্গে চুক্তি করলে আঙ্কারা ও এথেন্সের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়৷ সেই উত্তেজনা এখনো বিরাজ করছে৷
এআই/কেএম (এপি, এএফপি)