অবৈধভাবে প্রবেশ করা দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে লিবিয়া৷ বৃহস্পতিবার দেশটির স্থলবন্দর দিয়ে এসকল অভিবাসনপ্রত্যাশীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়৷
ফেরত পাঠানো অভিবাসপ্রত্যাশীদের মধ্যে একশ’ পাঁচ জন মিশরের, একশ’ একজন শাদের এবং ২০জন সুদানের নাগরিক৷
এ তিনটি দেশেরই লিবিয়ার সাথে স্থল সীমানা রয়েছে৷ ত্রিপলি থেকে তাদের গাড়িতে করে এই তিন দেশের সীমান্তে নিয়ে যাওয়া হয়৷ ফেরত পাঠানোর সময় দেশগুলোর দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
আফ্রিকার এই চার দেশের মধ্যে রাজনৈতিক নানা বিষয়ে মতনৈক্য থাকলেও এই অভিবাসনপ্রত্যাশীদের প্রত্যাবাসন বিষয়ে তারা একমত হয়৷
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকায় গ্রেপ্তার
উল্লেখ্য আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে যাত্রার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমায়৷ সেখান থেকে তারা নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে রওয়ানা হয়৷
এই অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই সাহারা মরুভূমি সংলগ্ন দক্ষিণ সীমান্ত দিয়ে লিবিয়ায় প্রবেশ করে৷ অভিবাসনপ্রত্যাশীদের প্রতিনিয়ত এমন আগমনে চাপের মুখে রয়েছে লিবিয়া৷
দেশটির পুলিশের একজন মুখপাত্র আহমাদ আবু ক্রা জানান, লিবায়ার আশ্রয়কেন্দ্রগুলো ইতিমধ্যেই জনাকীর্ণ হয়ে গেছে৷
ইটালির যে কেন্দ্রে 'শান্তির খোঁজ' পান অভিবাসী নারীরা
এদিকে দীর্ঘদিন ধরেই অবিবাসনপ্রত্যাশীদের প্রতি লিবিয়ার নিরাপত্তারক্ষীদের আচরণের নিন্দা করছে মানবাধিকার সংগঠনগুলো৷ আশ্রয়কেন্দ্রগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের সাথে অমানবিক আচরণ করা হয় এমন অভিযোগ তাদের৷ তাছাড়া দেশটিতে বিভিন্ন সময়ে মানবপাচারকারীদের হাতেও অভিবাসনপ্রত্যাশীদের নির্যাতিত হওয়ার খবর পাওয়া যায়৷
আরআর/জেডএ (এএফপি)