সাগর পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপের দেশ গ্রিসে পৌছানোর চেষ্টা করেন৷ ফাইল ফটো- ইপিএ/হেলেনিক কোস্টগার্ড
সাগর পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপের দেশ গ্রিসে পৌছানোর চেষ্টা করেন৷ ফাইল ফটো- ইপিএ/হেলেনিক কোস্টগার্ড

চলতি সপ্তাহে এজিয়ান সাগর থেকে উদ্ধার হওয়া চারশ ৮৩জন অভিবাসনপ্রত্যাশীর আশ্রয়প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে গ্রিস৷

আশ্রয় প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদেরকে ইতিমধ্যেই একটি নৌযানে স্থানান্তর করা হয়েছে বলে জানানো হয়৷  

 একটি মাছ ধরার নৌকায় চড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই অভিবাসনপ্রত্যাশীরা গ্রিসের দ্বীপ ক্রিটের উদ্দেশ্যে যাত্রা করছিলেন৷ চলতি পথে সাগরে বিপদাপন্ন অবস্থায় গত সোমবার নৌকাটি থেকে সংকেত পাঠানো হলে গ্রিসের কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে৷ 

কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, অভিবাসনপ্রত্যাশীরা সিরিয়া, পাকিস্তান, মিশর, ফিলিস্তিন এবং সুদানের নাগরিক৷ এর মধ্যে একশ ২৮জন ছেলে এবং নয়জন মেয়ে৷  

কোস্টগার্ডের এই মুখপাত্র আরো জানান, অভিবাসনপ্রত্যাশীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তাদের আশ্রয় প্রদানের বিষয়টি ধীর গতিতে চলছে৷ তাছাড়া, এসকল আশ্রয়প্রার্থীর কাছ থেকে মৌখিক বিবরণ নেওয়া হবে বলেও জানান তিনি৷ 

যুক্তরাজ্যে রেকর্ডসংখ্যক অভিবাসী

তবে তাদেরকে কতদিন নৌযানটিতে থাকতে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি এই মুখপাত্র৷ 

এদিকে এথেন্স জানায়, এসকল অভিবাসনপ্রত্যাশীকে আশ্রয় দিতে ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোকে অনুরোধ জানানো হবে৷ 

গ্রিসের অভিবাসন মন্ত্রী নোটিস মিটারাচি বলেন, ‘‘আশ্রয় প্রদানের প্রক্রিয়াকে সমন্বয় করতে এবং তাদেরকে স্থানান্তর করতে আমরা ইউরোপিয়ান কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি৷’’

তিনি জানান, সমুদ্রে ভাসমান এই মানুষগুলোর জীবন বাঁচাতে ইউরোপের সদস্য রাষ্ট্রগুলোর সমান দায়িত্ব রয়েছে৷

আরআর/এসিবি (এএফপি)

 

অন্যান্য প্রতিবেদন