হাঙ্গেরি সীমান্তের কাছে চোরাকারবারি ও অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে গোলাগুলির পর সার্বিয়ার পুলিশ শনিবার জানিয়েছে, তারা প্রায় হাজারজনকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে৷
বেলগ্রেডের ডেপুটি পুলিশ ডিরেক্টর ড্রাগান ভাসিলজেভিচ জানান, বৃহস্পতিবার সীমান্তে গুলির ঘটনায় ছয় জন গুরুতর আহত হয়েছেন৷ গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে আফগানিস্তান এবং মরক্কোর নাগরিকও রয়েছে৷ তাদের থেকে রাইফেল, পিস্তল এবং গোলাবারুদ জব্দ করা হয়েছে৷
একটি সূত্র জানিয়েছে, সার্বিয়া পুলিশ বৃহস্পতিবার রাতে হাঙ্গেরির নিকটবর্তী গ্রাম হরগোসে গুলি চালানোর খবর পেয়েছিল৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয় অভিবাসনপ্রত্যাশীকে দেখতে পায়৷ এদের মধ্যে একজনের বুকে দুই বার গুলি লেগেছিল বলে জানা গিয়েছে৷

সংবাদসংস্থা এপির খবর অনুযায়ী শুক্রবার পুলিশ জানিয়েছিল, হাঙ্গেরির সীমান্তে উত্তর সার্বিয়ার শহরে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন এবং আরো কয়েকজনকে আটক করা হয়েছে৷
পুলিশ জানিয়েছে, দুই দলের সংঘর্ষের সময় ২০ বছর বয়সি এক তরুণের বুকে দুবার গুলি করা হয়েছিল৷ বৃহস্পতিবার হরগোসের বাসিন্দাদের ফোন পায় তারা৷ বলা হয়, শহরে অভিবাসীদের দল একে অপরকে গুলি করছে৷ ফোন পাওয়া সত্ত্বেও পুলিশ দেরিতে পৌঁছেছিল বলে অভিযোগ করা হয়েছে৷
ইউরোপীয় সীমান্ত নজরদারি সংস্থা ফ্রন্টেক্সের হিসেব অনুযায়ী, ২০২২ সালের প্রথমার্ধ থেকে বলকান রুট খুব সক্রিয় হয়ে উঠেছে৷ ইতিমধ্যে এই রুটে ৭০ হাজারেরও বেশি বেআইনি সীমান্ত পারাপারের চেষ্টার ঘটনা নথিভুক্ত করা হয়েছে৷ একাধিক পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই বছর, হাঙ্গেরি, সার্বিয়া হয়ে এই বলকান রুটে অনিয়মিত পারাপার গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে৷

২০১৫ সাল থেকে, হাঙ্গেরি অনিয়মিত সীমান্ত পারাপার রোধ করার চেষ্টা করছে৷ সার্বিয়ার সঙ্গে সীমান্তে ধাতব বেড়াও দিয়েছে তারা৷ শতাধিক অভিবাসনপ্রত্যাশী যারা মানবপাচারকারীদের সাহায্যে বেড়া পার হওয়ার চেষ্টা করে, তারা হাঙ্গেরি সীমান্ত বরাবর সার্বিয়ার গ্রামগুলিতে তাঁবু খাটিয়ে থাকে৷
কেউ সীমান্ত পেরোতে ব্যর্থ হয়, কেউ বা ব্যর্থ হয়ে নতুন চেষ্টা করে৷ চোরাকারবারি ও অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়৷ জুলাই মাসে গুলিতে এক অভিবাসনপ্রত্যাশী নিহত হন৷
আরকেসি/জেডএইচ (ডিপিএ, এপি)