উত্তর ফ্রান্সের কালে অঞ্চলের একটি অস্থায়ী শরণার্থী শিবির। ছবি: এপি ফটো
উত্তর ফ্রান্সের কালে অঞ্চলের একটি অস্থায়ী শরণার্থী শিবির। ছবি: এপি ফটো

একটি শিক্ষামূলক প্রকল্পের অংশ হিসেবে উত্তর ফ্রান্সের কালে শহরে একটি অভিবাসী শিবির সফর করেন এক ফরাসি শিক্ষিকা। এ কারণে সেই শিক্ষিকাকে হুমকি দিয়েছে এরিক জেমুরের কট্টর ডানপন্থি ‘রোকনকেত’ দলের সদস্যরা। এ ঘটনায় স্থানীয় আদালতে অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা।

উত্তর ফ্রান্সের ভালোন্সিয়েন শহরের উচ্চ মাধ্যমিক পর্যায়ের একজন দর্শন শিক্ষিকা একটি প্রকল্পের অংশ হিসেবে কালে অঞ্চলের একটি শরণার্থী শিবির পরিদর্শন করেন। 

এই শিক্ষিকার লক্ষ্য ছিল ক্লাসের ছাত্রছাত্রীদের অভিবাসীদের সমস্যা সম্পর্কে ধারণা দেয়া। কিন্তু এটি মেনে নিতে পারেনি ফ্রান্সের বিতর্কিত কট্টর ডানপন্থি রাজনীতিবিদ এরিক জেমুররে ‘রোকনকেত’ দলের সদস্যরা। 

আরও পড়ুন>> বাংলাদেশিসহ ২৩০ অভিবাসী নিয়ে ফ্রান্সে ওশান ভাইকিং

কট্টরপন্থিদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষিকাকে অভিবাসীপন্থি অ্যাক্টিভিস্ট এবং তার মতাদর্শ ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেয়াসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ আনা হয়। এমনকি এই শিক্ষিকাকে হত্যার জন্য গিলোটিন নামক মৃত্যুদণ্ড কার্যকর করার যন্ত্র বের করা উচিত বলেও মন্তব্য করা হয়। 

শিক্ষকদের সর্ববৃহৎ ফরাসি ট্রেড ইউনিয়ন এসএনইস-এফএসইউ এর সেক্রেটারি জেনারেল সোফি ভেনেতিতে বলেন, “এই ঘটনা কট্টর ডানপন্থিদের সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা দেয়। বিশেষ করে এরিক জেমুরের পার্টির ব্যাপারে ধারণা পাওয়া যায়।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যেসব পদ্ধতি শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, নতুন জিনিসকে বুঝতে এবং নাগরিক সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করে এরকম কোন কিছুকেই এরা মেনে নেয় না। এটি আমাদের স্কুলগুলোর ভবিষ্যতের জন্যেও উদ্বেগের কারণ।”

পড়ুন>> ফ্রান্সের আফগান দূতাবাসের বিরুদ্ধে ‘কনস্যুলার পাস’ প্রদানের অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির সময় ভুক্তভোগী শিক্ষিকার নাম উল্লেখ করে হুমকি দেয়া হয়। সোফি ভেনেতিতের মতে, “এই ঘটনায় গত বছর ফ্রান্সের নিহত শিক্ষক স্যামুয়েল প্যাটির দুঃখজনক ঘটনা স্মরণ করিয়ে দেয়। সাম্প্রতিক ঘটনাও অনেকটা একই ধরনের। এটি গ্রহণযোগ্য নয়। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত জরুরী ভিত্তিতে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা।” 

হুমকি পাওয়া দর্শনের শিক্ষিকা বর্তমানে ফরাসি জাতীয় শিক্ষা দপ্তরের অধীনে আইনি নিরাপত্তায় রয়েছেন। 

বাম শিবিরের সম্মিলিত প্রতিবাদ

এ ঘটনার পর ফরাসি গবেষণা, শিক্ষা ও দর্শন বিভাগের প্রায় এক হাজারেরও বেশি সদস্যের একটি দল উক্ত শিক্ষিকার পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছেন। 

পাশাপাশি বামপন্থি রাজনৈতিক দলগুলোও কট্টর রোকনকেত দলের এই অনুশীলনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। 

পড়ুন>> ফ্রান্সের অনিয়মিত অভিবাসনে সহায়তার দায়ে তিন ব্যক্তির কারাদণ্ড

টুইটারে ফরাসি সোশ্যালিস্ট পার্টির প্রথম সেক্রেটারি অলিভিয়ের ফর বলেন, “এরিক জেমুরের উগ্র রাজনৈতিক দল জঙ্গি ও ধর্মান্ধদের মতো একই কায়দায় শিক্ষকদের উপর চাপ সৃষ্টি ও ভীতি প্রদর্শনের চেষ্টা করছে।’’


সবুজ দল থেকে নির্বাচিত তরুণ সাংসদ বেঞ্জেমা লুকাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরিক জেমুরের এই দলকে নিষিদ্ধের দাবি করে বলেন, “ইসলামের নামে যারা জঙ্গিবাদ চালায় ঠিক তাদের মতো এরিক জেমুরও একই প্রক্রিয়ায় ভয়ঙ্কর প্রক্রিয়া এবং অপমান করার চেষ্টা করছেন। 

তিনি সকল শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং স্কুল সম্প্রদায়কে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


এমএইউ/এআই




 

অন্যান্য প্রতিবেদন