ফ্রান্সের রাজধানী প্যারিসে অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে৷ এই চাপ মোকাবিলায় আসছে বসন্তের আগে অতি্রিক্ত এক হাজার আবাসনের স্থান খুঁজছে প্যারিস প্রশাসন৷
২০২৩ সালের বসন্তের আগে এক হাজার অতিরিক্ত জরুরি আবাসনের স্থান খুঁজে পেতে আশাবাদী প্যারিসের মেয়র আনে হিদালগো তথা সিটি কাউন্সিল৷
সামাজিক সংকট এবং অভিবাসী আগমনের ফলে সৃষ্ট প্রেক্ষাপটে সরকার ও অভিবাসন সংস্থার কাছে আবাসনের স্থান তুলে ধরতে চান প্যারিসের মেয়র৷
আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের জন্য জরুরি কেন্দ্রগুলো সাধারনত রাষ্ট্র ও বিভিন্ন অভিবাসন সংস্থার অর্থায়নে পরিচালিত হয়৷ তবে ফরাসি স্থানীয় সরকার কাঠামোর কারণে এটির সন্ধান ও বরাদ্দের দায়িত্ব স্থানীয় নগর কর্তৃপক্ষের৷
আরও পড়ুন>>‘একজন মানুষকে বাঁচানোর মানে পুরো মানবতাকে রক্ষা করা’
বামপন্থি সোশ্যালিস্ট পার্টি থেকে নির্বাচিত প্যারিসের টানা দুইবারের মেয়র আনে হিদালগো শুক্রবার, ২ ডিসেম্বর, গণমাধ্যমকে বলেন, ‘‘আবাসনের অভাবে রাস্তায় থাকা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে৷ আমার শহরের পরিস্থিতি এখন বেশ সংকটপূর্ণ৷’’
এসময় তিনি বেসরকারি সংস্থা এমাউস সলিডারিতে পরিচালিত একটি জরুরি ডে কেয়ার এবং আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন৷
পড়ুন>>ফ্রান্সে অভিবাসী শিবির সফর করায় শিক্ষিকাকে হুমকি
প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত এই কেন্দ্রটিতে দৈনিক গড়ে একশত লোককে বিভিন্ন ধরনের সহায়তা করা হয়৷ এই কাঠামোটি ২০১৯ সালে নগর কর্তৃপক্ষ কিনেছিল৷ পরবর্তীতে এখানে নাগরিকদের জন্য সামাজিক আবাসন স্থাপনের পরিকল্পনা রয়েছে৷
প্রতিশ্রুত অতিরিক্ত এক হাজার আবাসনের স্থানকে বিদ্যমান ৬,৩০০ আবাসনের সাথে যুক্ত করা হবে৷ সমগ্র ফ্রান্সে সরকারের ২০ হজার জরুরি আবাসন রয়েছে৷ পাশাপাশি অস্থায়ীভাবে বিভিন্ন হোটেলে আরো ১০ হাজার থাকার জায়গার ব্যবস্থা রয়েছে৷
আরও পড়ুন>>স্কর্পিয়ান: ইউরোপের মোস্ট ওয়ান্টেড মানব পাচারকারী
ফ্রান্সে জরুরি আবাসনকেন্দ্রগুলোতে সাধারনত বাসস্থানের সংকটে থাকা আশ্রয়প্রার্থী, শরণার্থী ও অভিবাসীদের সাময়িকভাবে রাখা হয়৷
প্যারিস নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিশ্রুত এক হাজার জায়গা খুঁজতে ইতিমধ্যে প্রায় ৬০০টি স্থান চিহ্নিত করা হয়েছে৷ নির্মাণ ও উন্নয়ন কাজ শেষে এগুলো দ্রুত খুলে দেওয়া হবে৷
পড়ুন>>২০২২ সালে ফ্রান্সে ৪ লাখ বিদেশি শিক্ষার্থী
পাশাপাশি প্যারিসের হাসপাতাল এবং ট্রেনসেবা প্রতিষ্ঠান এনএনসিএফের বিভিন্ন কাঠামোতে বাসস্থান তৈরির লক্ষ্যে এসব কাঠামোর উন্নয়নের পরিকল্পনা করছে সিটি কাউন্সিল৷
প্যারিসের মেয়র জরুরি পরিস্থিতিতে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানাকে আহ্বান জানিয়েছেন৷
এমএইউ/আরআর