অভিবাসী নৌকায় সাত ঘন্টা সাগরে ভেসে উদ্ধার জাহাজে সন্তান জন্ম দিয়েছেন এক নারী অভিবাসী। ছবি এমএসএফ সী/ টুইটার
অভিবাসী নৌকায় সাত ঘন্টা সাগরে ভেসে উদ্ধার জাহাজে সন্তান জন্ম দিয়েছেন এক নারী অভিবাসী। ছবি এমএসএফ সী/ টুইটার

লিবিয়া থেকে অভিবাসী নৌকায় যাত্রা করা এক নারী বুধবার সকালে ভূমধ্যসাগরের উদ্ধার জাহাজ জিও ব্যারেন্টসে সন্তান প্রসব করেছেন। ফরাসি এনজিও মেদসা সঁ ফ্রন্তিয়ের (এমএসএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমধ্যসাগরে সক্রিয় ফরাসি এনজিও এমএসএফ টুইটারে জানিয়েছে, তিন সন্তান নিয়ে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা ফাতিমা নামের এক অভিবাসী নারী জিও ব্যারেন্টস জাহাজে একটি সন্তান জন্ম দিয়েছেন। 

সন্তান জন্ম দেয়া একটি খুশির সংবাদ হলেও লিবিয়া থেকে যাত্রা করা এই অভিবাসী নারীর শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর। এমএসএফ জানিয়েছে, উক্ত নারীর বিশেষ চিকিৎসা ও নিবিড় পরিচর্যা প্রয়োজন। সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানের নাম আলি বলে জানিয়েছে এমএসএফ। 

আরও পড়ুন>>লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকায় গ্রেপ্তার

এনজিওটি টুইটারে আরও জানিয়েছে, জাহাজটি সমুদ্রে অবস্থান করছে। আমরা মাল্টিজ এবং ইটালীয় কর্তৃপক্ষকে জরুরি চিকিৎসার জন্য উক্ত নারীকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। 


শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার রাত সাড়ে ১১টায় চার সন্তানসহ উক্ত নারীকে ইটালির লাম্পেদুসা দ্বীপে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ৯০ জন যাত্রী নিয়ে লিবিয়া ছেড়ে যাওয়া একটি নৌকায় সাত ঘন্টা ভেসে থাকার পর প্রসূতি নারীর প্রচন্ড প্রসব বেদনায় নৌকায় অত্যন্ত নাজুক পরিস্থিতি তৈরি হয়েছিল। 

বর্তমানে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ২৫৫ জন অভিবাসী নিয়ে এমএসএফের জাহাজটি সমুদ্রে ভাসছে। 

পড়ুন>>‘উদ্ধারকাজে নিয়োজিত জার্মান বিমানে গুলি করার হুমকি লিবিয়ার’

জাতিসংঘের হিসেবে অনুযায়ী, অভিবাসীদের জন্য পৃথিবীর সবচেয়ে ভয়ংকর অভিবাসন রুট হিসেবে পরিচিত ভূমধ্যসাগরে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১৭ হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে।

এমএসএফের উদ্ধার জাহাজ জিও ব্যারেন্টসকে গত মাসে ইটালীয় বন্দরে অবতরণের অনুমতি না দেয়ার ঘটনায় ইউরোপজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। এনজিওগুলোর সমালোচনার মুখে শেষ পর্যন্ত জাহাজটিকে ইটালিতে নামার সবুজ সংকেত দেওয়া হয়েছিল।

ইটালির কট্টর ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের প্রথম অভিবাসী বিরোধী পদক্ষেপ হিসেবে এটি করা হয়েছিল বলে সংশ্লিষ্টদের ধারণা। 

আরও পড়ুন>>শরণার্থীদের দুর্দশার কথা জানাচ্ছে ‘রিফিউজিস ইন লিবিয়া’

ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলতি বছর অভিবাসীদের সমুদ্রপথে ইটালি ভূখণ্ডে প্রবেশের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৯৬,৮১৬ জন ইটালি উপকূলে এসেছেন। এই সংখ্যাটি ২০২১ সালের একই সময়ের ছিল প্রায় ৬৩,০০০। 

এই অভিবাসীদের একটি বৃহৎ অংশকে সমুদ্র থেকে ইটালীয় উপকূলরক্ষীরা উদ্ধার করেন। কিন্তু এনজিওগুলোর অভিযোগ, রোম বেসরকারি মানবিক চার্টার্ড জাহাজের মাধ্যমে উদ্ধার অভিযান পরোক্ষভাবে ব্যাহত করার চেষ্টা করছে। 


এমএইউ/এআই ( এএফপি)






 

অন্যান্য প্রতিবেদন