ভূমধ্যসাগর থেকে বৃহস্পতিবার বাংলাদেশিসহ ১৪৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইটালির কোস্টগার্ড৷ উদ্ধারের পর তাদেরকে ইটালির দ্বীপ লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে৷
উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৭ জন অপ্রাপ্তবয়স্ক৷
উল্লেখ্য লাম্পেদুসার আশ্রয়কেন্দ্রটিতে বর্তমানে মোট ১২শ অভিবাসনপ্রত্যাশী অবস্থান করছেন৷
ইটালির কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার উদ্ধার এসকল অভিবাসনপ্রত্যাশীরা বাংলাদেশ, মিশর, সিরিয়া, পাকিস্তান এবং ফিলিস্তিনের নাগরিক৷
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই অভিবানসপ্রত্যাশীরা ১১ মিটার লম্বা একটি নৌকায় চড়ে জনাকীর্ণ অবস্থায় টিউনিশিয়া উপকূল থেকে ইউরোপের দেশ ইটালির দিকে যাত্রা করছিলেন৷
পড়ুন: স্পেনের উপকূল থেকে তিন মৃতদেহ উদ্ধার
তার আগে একই দিনে ১৫ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১৩ জন নারীসহ মোট ৬৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়৷ মরক্কোর উপকূল থেকে যাত্রা করার পর সাগর থেকে তাদের উদ্ধার করে সমুদ্ররক্ষীরা৷ তারা মূলত মিশর এবং টিউনিশিয়ার নাগরিক বলে জানা গেছে৷
বন্দরে নামার অপেক্ষায় অভিবাসনপ্রত্যাশীরা
এদিকে পাঁচশ অভিবাসনপ্রত্যাশী নিয়ে বন্দরে নোঙ্গরের অপেক্ষায় আছে বেসরকারি সংস্থার জাহাজ জিও ব্যারেন্টস এবং হিউম্যানিটি ১৷
টুইটারে দেওয়া বার্তায় ইটালির এক সাংবাদিক জানান, উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি ১ ইটালির সিসিলি দ্বীপের উপকূল থেকে খুব বেশি দূরে নয়৷ আর জিও ব্যারেন্টসের জাহাজটি লাম্পেদুসার কাছাকাছি অবস্থান করছে৷
পড়ুন: রেকর্ড শরণার্থী নিয়ে বেসামাল ইউরোপ
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের দেশ ইটালিতে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ ঝুঁকিপূর্ণ এসকল যাত্রায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে৷ বেসরকারি সংস্থা অ্যালার্ম ফোন জানায়, গত কয়েকদিনে ভূমধ্যসাগরে একজন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছেন৷