বুলগেরিয়া আঞ্চলিক পুলিশ দপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর স্লিভেন থেকে ৯০ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটকৃতদের উদ্দেশ্য ছিল অনিয়মিত উপায়ে শেঙ্গেন জোনে প্রবেশের পর পশ্চিম ইউরোপের দেশগুলোতে পৌঁছানো।
বুলগেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর স্লিভেনের কাছে একটি হাইওয়েতে পার্কিং করা অবস্থায় থাকা একটি বাস থেকে ৭০ জন সন্দেহভাজন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিবাসীদের মধ্যে তিন জন ব্যক্তি সীমান্তগুলোতে দীর্ঘযাত্রার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাদেরকে জরুরী ভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়। সুস্থ না হওয়া পর্যন্ত এই তিনজনকে পর্যবেক্ষণে রাখা হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন>>বলকান রুটে ইউরোপোলের ব্যাপক অভিযান
আটক হওয়া অভিবাসীরা সবাই আফগানিস্তানের নাগরিক বলে ধারনা করা হচ্ছে। তাদের মধ্যে ১৪ জনের কাছে কোন প্রকার ব্যক্তিগত পরিচয় পত্র বা নথি ছিল না।
অভিবাসীদের সাথে দুই রোমানীয় নাগরিককেও গ্রেপ্তার করেছে বুলগেরিয়া পুলিশ। যাদের মধ্যে একজন বাস চালক হিসেবে গাড়িটির চালকের আসনে ছিলেন। এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়।
ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জন্য মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান থেকে আসা অভিবাসীদের কাছে বুলগেরিয়া একটি বহুল আলোচিত অভিবাসন রুট।
পড়ুন>>অভিবাসীকে গুলি করার কথা অস্বীকার করলো বুলগেরিয়া
তবে তাদের বেশিরভাগই ইউরোপের এই দরিদ্রতম সদস্য রাষ্ট্রে থাকার পরিকল্পনা করেন না। মানবপাচারকারীদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে পশ্চিম ইউরোপের ধনী দেশগুলিতে যাওয়ার চেষ্টা করেন অনিয়মিত অভিবাসীরা।
কয়েকবছর ধরে বুলগেরিয়াকে ক্রমবর্ধমান অভিবাসী অনুপ্রবেশ সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। এছাড়া দেশটি ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত যথাযথভাবে পাহারা দিতে সক্ষম প্রমাণে বুলগেরিয়া তুরস্কের সাথে থাকা দক্ষিণ সীমান্তের পাশাপাশি সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
আরও পড়ুন>>শেঙ্গেন জোনে ক্রোয়েশিয়া, ব্যর্থ রোমানিয়া ও বুলগেরিয়া
নিরাপত্তা ও আইনের শাসনের উদ্বেগের কারণে অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডস ৮ ডিসেম্বর সোফিয়াকে ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্টমুক্ত শেঙ্গেন জোনে প্রবেশ করতে ভেটো দিয়েছে। তবে দেশটি আশা করছে, আগামী বছর তারা শেঙ্গেন জোনে প্রবেশের অনুমতি পাবে।
এমএএইউ/এআই (রয়টার্স)