১০ ডাউনিং স্ট্রিটের সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি:ইপিএ/টোলগা আকমেন
১০ ডাউনিং স্ট্রিটের সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি:ইপিএ/টোলগা আকমেন

আশ্রয় আবেদনের দ্রুত প্রক্রিয়াকরণ এবং প্রত্যাখাতদের গণহারে প্রত্যাবাসনের মধ্যমে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আলবেনীয়দের আগমন বন্ধ করতে চায় লন্ডন। এ বিষয়ে আলবেনিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

অনিয়মিত অভিবাসন মোকাবেলায় একটি বিশাল প্যাকেজের অংশ হিসেবে মঙ্গলবার আলবেনিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

চুক্তি অনুযায়ী, অন্যান্য পদক্ষেপগুলোর পাশাপাশি আলবেনিয়ার রাজধানী তিরানা বিমানবন্দরে ব্রিটিশ সীমান্ত পুলিশ সদস্যদের নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। 

চুক্তি স্বাক্ষরের পর ঋষি সুনাক বলেন, “আমরা কঠোর কিন্তু ন্যায্য হব।”

আরও পড়ুন>>ব্রিটেনের অভিবাসন সমস্যার জন্য আলবেনিয়া দায়ী নয়

তিনি আরও বলেন, “ব্রিটিশ সরকার সামনের মাসগুলোতে অনিয়মিত উপায়ে আসা ‘হাজার হাজার’ আলবেনীয় অভিবাসীকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো শুরু করবে।” 


ঋষি সুনাক চুক্তির আওতায় বিভিন্ন ব্যবস্থার বিস্তারিত বর্ণনাও করেছেন। ব্রিটিশ সীমান্ত পুলিশ অফিসারদের তিরানা বিমানবন্দরে প্রেরণ, আশ্রয়প্রার্থীদের আধুনিক দাসত্বের শিকার ভুক্তভোগী হিসাবে বিবেচনা করার শর্তগুলি কঠোর করা এবং ক্ষতিগ্রস্ত অভিবাসীদের সুরক্ষা দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।

উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতি

এই চুক্তির ঘোষণাটি এমন সময় এসেছে যখন লন্ডন এবং তিরানার মধ্যে অনিয়মিত অভিবাসী নিয়ে একটি উত্তপ্ত কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছিল। 

সম্প্রতি আলবেনিয়ান প্রধানমন্ত্রী এডি রামা অভিবাসীদের বিশেষ করে আলবেনীয়দের ‘আক্রমণকারী এবং গুন্ডা’ হিসাবে বর্ণনা করার জন্য ব্রিটিশ সরকারের সমালোচনা করেন।

পড়ুন>>যুক্তরাজ্যে গাঁজা চাষে বাধ্য হন যে অভিবাসীরা

এডি রামা বলেন, “ব্রিটিশ সরকার সীমান্ত নিয়ন্ত্রণ ও অপরাধ নীতির ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে এই চেষ্টা করছে।”

অবৈধ অভিবাসনরোধে ধারাবাহিক পরিকল্পনা সত্ত্বেও চলতি বছর রেকর্ডসংখ্যক অভিবাসী ছোট নৌকায় যুক্তরাজ্য প্রবেশ করেছে। 

২০২২ সালের শুরু থেকে প্রায় ৪৫ হাজার অনিয়মিত অভিবাসী চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। আগের বছর এই সংখ্যাটি ছিল প্রায় ৩০ হাজার। 

এসব অভিবাসীদের মধ্যে এক তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ১৩ হাজার আশ্রয়প্রার্থী আলবেনিয়া থেকে আগত। 

আরও পড়ুন>>ইউরোপে অবৈধ প্রবেশে পাচারকারীদের নতুন রুট আলবেনিয়া

চলতি বছরের অক্টোবর মাসে ব্রিটিশ কর্তৃপক্ষ বেশ কয়েকটি অভিযানে আলবেনীয় অপরাধ চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 

এই চক্র মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে যুক্তরাজ্যে আলবেনিয়ার নাগরিকদের অনিয়মিত উপায়ে নিয়ে আসতে সহায়তা করত বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। 

চ্যানেলে হাজারো অভিবাসী আগমনের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার আশ্রয় আবেদনের ত্বরান্বিত প্রক্রিয়াকরণ করার ঘোষণা করেছে। 

পড়ুন>>চ্যানেলে অভিবাসী ঠেকাতে ফ্রান্স-যুক্তরাজ্য নতুন চুক্তি

যুক্তরাজ্যের বর্তমান রক্ষণশীল সরকার আগামী বছরের শেষ নাগাদ আশ্রয়ের আবেদন পরীক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

ব্রিটিশ হোম অফিসের মতে, বর্তমানে ১ লাখ ৪৩ হাজার আশ্রয়ের আবেদন অপেক্ষমান রয়েছে। তাদের মধ্যে প্রায় ১ লাখ আবেদন ছয় মাসেরও বেশি সময় ধরে ঝুলে আছে। 

তিন বছর আগের তুলনায় এই পরিসংখ্যানটি তিন গুণেরও বেশি।


এমএইউ/এআই






 

অন্যান্য প্রতিবেদন