ইটালির ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে রোববার নৌকাডুবির পর বেশকিছু অভিবাসীর সাথে এক শিশুকেও উদ্ধার করে দেশটির উপকূলরক্ষীরা৷ কিন্তু উদ্ধারের কয়েক ঘন্টা পরে ২ বছর বয়সি শিশুটির মৃত্যু ঘটে৷
ইটালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, সমুদ্র থেকে উদ্ধার করা অবস্থায় শিশুটির অবস্থা গুরুতর ছিল৷ উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত দ্বীপের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল৷
কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে মারা যায় শিশুটি৷ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে মা তার দুই বছর বয়সি কন্যা শিশুকে নিয়ে নৌকাযোগে যাত্রা করছিলেন৷
আরও পড়ুন>>জিও ব্যারেন্টসের উদ্ধারকৃতরা জানালেন নানা নাটকীয় ঘটনা
নৌকাডুবির বিষয়ে লাম্পেদুসা দ্বীপের উপকূলরক্ষীরা জনায়, আপাতত এই উদ্ধার অভিযানের বিষয়ে তাদের কাছে তাৎক্ষণিকভাবে বিশদ বিবরণ নেই৷
আনসা জানিয়েছে, অভিবাসী নৌকাটি ল্যাম্পেদুসার দক্ষিণে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে উল্টে যায় যা ইটালির মূল ভূখণ্ডের চেয়েও মূলত উত্তর আফ্রিকার কাছাকাছি৷
পড়ুন>>অভিবাসন নিয়ে নতুন পরিকল্পনা ইটালির
বার্তা সংস্থাটি আরও জানায়, অভিযানে ৪৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যাদের সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক৷ আহত তিনজনকে দ্বীপের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে৷
তবে সমুদ্রে কী কারণে অভিবাসীদের বহনকারী নৌকাটি উল্টেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷
আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালের শুরু থেকে ভূমধ্যসাগরে দুই হাজার ৩০০জনেরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে৷
আরও পড়ুন>>ইটালি থেকে দেশে ফিরল টিউনিশিয়ার সঙ্গীহীন শিশু
একই সময়ের মধ্যে লিবিয়ার কোস্ট গার্ড সমুদ্র থেকে ২০ হাজার ৮০০জনেরও বেশি লোককে আটক করে উপকূলে ফিরিয়ে এনেছে৷
তাদের বেশিরভাগই নিয়মিত বিভিন্ন আটককেন্দ্রে সহিংসতার শিকার হয়ে থাকেন৷
এমএইউ/আরআর (এপি, আনসা)