ব্রিটিশ উপকূলে নৌকাডুবিতে চার জনের প্রাণহানি মাত্র দুই দিন পর ফরাসি উপকূল থেকে একশ ৬৬জন জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে৷ অন্যদিকে, চার অভিবাসী মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে ব্রিটিশ পুলিশ৷
শুক্রবার ও শনিবার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে একশ ৬৬জন জন অভিবাসী আবারও চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেছে৷
উত্তর ফ্রান্সের স্থানীয় প্রেফেকচুর এক বিবৃতিতে জানায়, ‘‘১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা থেকে ১৭ ডিসেম্বর শনিবারের মধ্যে হিমায়িত তাপমাত্রায় ঝুঁকিতে পড়া এই লোকদের সমুদ্র থেকে উদ্ধার করা হয়৷’’
প্রেফেকচুর আরও জানায়, এই উদ্ধার অভিযানগুলো বেশ কয়েকটি পর্যায়ে হয়েছে৷ প্রথম অভিযানে, কালে উপকূল থেকে একই নৌকায় যাত্রা করা প্রায় ৫০জন লোককে উদ্ধার করে বন্দরে ফিরিয়ে আনতে সক্ষম হয় ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ৷
দ্বিতীয় অভিযানে, ফরাসি নৌবাহিনীর আরেকটি চার্টার জাহাজ উত্তর ফ্রান্সের বুল-সুর-মের উপকূল থেকে অন্য একটি নৌকাডুবিতে ক্ষতিগ্রস্থ আরও ৩১জনকে উদ্ধার করে৷
আরও পড়ুন>>রুয়ান্ডায় আশ্রয়প্রার্থী পাঠানো মানবাধিকার লঙ্ঘন নয়, জানাল যুক্তরাজ্যের হাইকোর্ট
অপরদিকে, কালে উপকূলে নিযুক্ত একটি কাস্টমস কোস্টগার্ড বোট আরও ৪৫ জন অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধারে সহায়তা করে৷
সর্বশেষ, ন্যাশনাল সোসাইটি ফর সি রেসকিউ (এসএনএসএম) এর একটি বোট উত্তর ফ্রান্সের ওয়ে সৈকতের কাছ থেকে ৪০ জনকে সহায়তা করে৷
উদ্ধার হওয়া এসকল অভিবাসীকে সীমান্ত পুলিশ এবং স্থানীয় উদ্ধার পরিষেবার দায়িত্বে নিয়ে যাওয়া হয়েছিল৷ হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে সমুদ্র উত্তর ফ্রান্স উপকূলজুড়ে শনিবার অত্যন্ত বিরুপ আবহাওয়া বিরাজ করে৷
ডোভারে নৌকাডুবির ঘটনায় আটক ১
ব্রিটিশ উপকূল ডোভারের কাছে একটি নৌকাডুবির দুদিন পর ফরাসি উপকূলে এত বিপুল সংখ্যক অভিবাসীদের উদ্ধার করা হলো৷
অপরদিকে, ডোভারে নৌকাডুবির ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৯ বছর বয়সি একজন তরুণকে আটক করেছে ব্রিটিশ পুলিশ৷ তার বিরুদ্ধে ইংলিশ চ্যানেল পার হয়ে ব্রিটেনে যাওয়ার চেষ্টাকারী চার অভিবাসীর মৃত্যুর পর অবৈধ অভিবাসনে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷
পড়ুন>>জেলেদের সহায়তায় রক্ষা পেলো ৩০ অভিবাসনপ্রত্যাশী
স্থানীয় কর্তৃপক্ষের মতে, বুধবারের ঘটনায় নিহত অভিবাসীদের মধ্যে একজন কিশোর ছিলেন৷ একটি ব্রিটিশ মাছ ধরার নৌকা বারোটি শিশু সহ প্রায় ৩৯জন অভিবাসীকে উদ্ধার করে৷
ব্রিটিশ পুলিশ রোববার জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের চেষ্টাকে উত্সাহিত করার অভিযোগ আনা হয়েছে৷ সোমবার তাকে আদালতে হাজির করা হবে৷
ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে অবস্থিত চ্যানেলটি বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক রূট হিসেবে পরিচিত৷ প্রতিদিন ৪০০ টিরও বেশি বাণিজ্যিক জাহাজ এই রুটের মধ্য দিয়ে চলাচল করে৷ এ অঞ্চলে সমুদ্রে আবহাওয়ার পরিস্থিতি প্রায়শই কঠিন ও প্রতিকূল অবস্থায় থাকে৷
আরও পড়ুন>>চ্যানেলে অভিবাসী ঠেকাতে ফ্রান্স-যুক্তরাজ্য নতুন চুক্তি
২০২২ সালে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড ৪০ হাজারেরও বেশি অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন৷
এমএইউ/আরআর (এএফপি)