ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন৷ ফাইল ফটো৷ টুইটার- এমভিলুইসমিশেল
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন৷ ফাইল ফটো৷ টুইটার- এমভিলুইসমিশেল

জার্মান বেসরকারি সংস্থার দুটি উদ্ধারকারী জাহাজ এক যৌথ অভিযানে মধ্য-ভূমধ্যসাগরে ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা ৯০ অভিবাসীকে উদ্ধার করেছে৷

প্রথম উদ্ধার হওয়া ৬৩ জন দেড় দিন প্রবল শৈত্যপ্রবাহের মাঝে রাবারের ডিঙিনৌকায় ভেসেছিলেন৷

শনিবার রেগেুন্সবুর্গের এনজিও সি-আই এ কথা জানিয়েছে৷ সি-আই ৪ এবং ড্রেসডেনের মিশন লাইফলাইন সংগঠনের রাইজ অ্যাবভের ক্রুরা এই অভিযান চালিয়েছে৷

শুক্রবার সন্ধ্যার প্রতিবেদন অনুযায়ী, যৌথ অভিযানে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক৷ তাদের সবাইকে সি-আই উদ্ধার করে৷ পরে শনিবার রাইজ অ্যাবভের ক্রুরা ২৭ জন সিরীয় অভিবাসীকে উদ্ধার করে৷

মিশন লাইফলাইন জানিয়েছে, এদের মধ্যে অনেকে শ্বাসকষ্ট, বমি ইত্যাদি সমস্যায় আক্রান্ত ছিলেন৷

অভিবাসীরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে বিপজ্জনক পথে ছোট নৌকায় চেপে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছান৷ বিশেষ করে শীতকালে এই পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷ 

পড়ুন: সীমান্তে কড়া পাহারা সত্ত্বেও ইইউতে বেড়েছে অনিয়মিত অভিবাসী

প্রতিকূল আবহাওয়া এবং সমুদ্রপথে বিপদের কারণে লিবিয়া, টিউনিশিয়া ইত্যাদি দেশ থেকে ইইউতে আসার পথে অনেকে প্রাণ হারান৷ এদের বেশিরভাগ রওনা দেন ইটালির পথে৷ 

ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ২০২২ সালে এখন পর্যন্ত ৯৮ হাজার ৭০০ জনের বেশি অভিবাসী নৌকায় চেপে এসেছেন৷ গত বছরের একই সময়ের তুলনায় (৬৩ হাজার ৪০০ জন) উল্লেখযোগ্যভাবে বেশি৷

জাতিসংঘের এক পরিসংখ্যান বলছে, চলতি বছর এখন পর্যন্ত মধ্য-ভূমধ্যসাগর হয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশে আসতে গিয়ে এক হাজার ৩৬০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন৷

ইটালির সাহায্য

ইটালিয়ান কর্তৃপক্ষ জার্মান সাহায্য সংস্থা মিশন লাইফলাইনকে একটি বন্দর বরাদ্দ করেছে৷ শনিবার তারা ৩০ জন অভিবাসীকে উদ্ধারের কথা জানিয়েছে৷

মিশন লাইফলাইনের জাহাজ রাইজ অ্যাবভকে অনুমতি দেয়া হয় যাতে তারা অভিবাসীদের ইটালির জিও টাউরো শহরে নিয়ে যায়৷ ৩০ জনের প্রত্যেকে ছোট নৌকায় চেপে এসেছিলেন৷

পড়ুন: ‘আমার সন্তানদের মরতে দেখেছি’

রোববার সকালে উদ্ধারকারী জাহাজটি মাল্টার পূর্ব দিকে ছিল৷ খবর পেয়ে রাইজ অ্যাবভের জাহাজ অভিযানের এলাকায় পৌঁছায়৷ তাছাড়াও শুক্রবার ৬০ জনের বেশি অভিবাসীকে উদ্ধারে সহায়তা করেছেন স্বেচ্ছাসেবীরা৷

ইতালির উগ্র ডানপন্থি সরকার অভিবাসীদের আগমন সীমিত করতে চায়৷ রোম বড়দিনের পরে একটি নতুন আদেশ চালু করতে চায়৷ কোন ক্রুরা প্রথমে উদ্ধার হওয়া অভিবাসীদের উপকূলে নিয়ে আসবে সেটি নিয়ে নিয়ম চালু করার কথা চলছে৷ যদিও বেসরকারি উদ্ধার সংস্থাগুলি এই জাতীয় আদেশের বিরোধিতা করেছে৷

আরকেসি/আরআর (ডিপিএ)

 

অন্যান্য প্রতিবেদন