নেদারল্যান্ডসের টের অ্যাপেল আশ্রয় কেন্দ্রের সামনে মানুষ ঘুমাচ্ছে৷ ছবি: ভিনসেন্ট জাননিঙ্ক/এএনপি/ইমাগো
নেদারল্যান্ডসের টের অ্যাপেল আশ্রয় কেন্দ্রের সামনে মানুষ ঘুমাচ্ছে৷ ছবি: ভিনসেন্ট জাননিঙ্ক/এএনপি/ইমাগো

ইউক্রেনীয় শরণার্থীদের সঙ্গে নেদারল্যান্ডস যে আচরণ করে, অন্যান্য দেশের অভিবাসীদের সঙ্গে সেরকম ইতিবাচক আচরণ করতে হবে। এমনই রায় দিল ডাচ আদালত। আদালত অবশ্য উল্লেখ করেছে, ভালভাবে নির্দিষ্ট মান অনুযায়ী থাকার মতো জায়গা সে দেশে খুব কম।"

নেদারল্যান্ডসে অ-ইউক্রেনীয় আশ্রয়প্রার্থীদের জন্য থাকার ব্যবস্থা অপর্যাপ্ত। ডেন হাগের একজন বিচারক মঙ্গলবার (২০ ডিসেম্বর) এমনটাই রায় দিয়েছেন।

এই গ্রীষ্মে অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলির অসহনীয় পরিস্থিতির কারণে ডাচ শরণার্থী সংস্থা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার পরে এই রায় আসে। বিচারক জানান, ইউক্রেনীয় শরণার্থীদের সঙ্গে অন্য আশ্রয়প্রার্থীদের আচরণে যেন ফারাক না থাকে।

শরণার্থী সংস্থা প্রথম শুনানিতে মামলা জিতেছে, কিন্তু রাষ্ট্র আপিল করেছে, সংবাদসংস্থা ডিপিএ এমনটাই রিপোর্ট করেছে। দ্বিতীয় আদালতও এবার শরণার্থী সংস্থার পক্ষে রায় দিল। আদালত সম্মত হয়েছে, আশ্রয়প্রার্থীদের আবাসন আন্তর্জাতিক মান অনুযায়ী করা হয়নি।

আদালতের কথায়, স্বল্প মেয়াদে রাষ্ট্রকে আরো বেশি ব্যবস্থা নিতে বাধ্য করা যাবে না। আদালত উল্লেখ করেছে, "এটি প্রমাণিত 'স্ট্যান্ডার্ড' অনুযায়ী থাকার জন্য পুরো সিস্টেমে এখন জায়গা খুব কম।"

নেদারল্যান্ডসে অভিবাসী আবাসন সংকট মোকাবেলা

করোনা চলাকালীন সরকার অভিবাসী কেন্দ্রগুলির ধারণক্ষমতা কমানোর ফলে কর্মী ঘাটতির শুরু হয়। অভিবাসীদের জন্য দেশব্যাপী আবাসন সংকট শুরু হয় নেদারল্যান্ডসে। হাজার হাজার অভিবাসী এখন সে দেশে অস্থায়ী বাসস্থানে রয়েছেন।

টের অ্যাপেল কেন্দ্রীয় রেজিস্ট্রেশন ক্যাম্পে আগস্ট মাসে তিন মাস বয়সি একটি শিশু মারা যায় এবং কমপক্ষে ৭০০ আশ্রয়প্রার্থীকে অতিরিক্ত ভিড়ের কারণে ক্যাম্পের বাইরে অস্বাস্থ্যকর অবস্থায় ঘুমাতে হয়েছিল। 

ইউক্রেন থেকে আসা শরণার্থীদের আলাদা মর্যাদা রয়েছে নেদারল্যান্ডসে। তাদের সকলের জন্য যথাযথ থাকার ব্যবস্থা করা হয়েছে।

৩০ আগস্ট একটি জাহাজে অস্থায়ীভাবে কমপক্ষে হাজার জন অভিবাসীদের থাকার জন্য একটি পরিকল্পনা অনুমোদন করে আমস্টারডাম। 

আশ্রয়প্রার্থীদের নেদারল্যান্ডে শরণার্থী মর্যাদা দেওয়া হলেও আবাসন খুঁজে পেতে রীতিমতো কালঘাম ছুটে যায়। তাই তারা শরণার্থী কেন্দ্রেই থাকেন। কিন্তু সেগুলি শুধুমাত্র আশ্রয় আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা মানুষদের জন্য অস্থায়ী বাসস্থান বলেই চিহ্নিত। 


আরকেসি/কেএম (ডিপিএ) 

 

অন্যান্য প্রতিবেদন