অনিয়মিত অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য- আলবেনিয়া চুক্তির পর ফেরত পাঠানো হলো ৪২ আলবেনীয় অভিবাসীকে।  ছবি: পিক্সাবে
অনিয়মিত অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য- আলবেনিয়া চুক্তির পর ফেরত পাঠানো হলো ৪২ আলবেনীয় অভিবাসীকে। ছবি: পিক্সাবে

ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা ৪২ জন আলবেনীয় নাগরিককে তিরানা বিমানবন্দরে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৩২ জন সাজাপ্রাপ্ত অপরাধীও ছিলেন বলে নিশ্চিত করেছে লন্ডন।

উত্তর ফ্রান্স উপকূল থেকে ছোট ডিঙি নৌকার মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা এবং বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আলবেনীয় অভিবাসীদের যুক্তরাজ্য থেকে ‘ডিপোর্ট’ করেছে দেশটির হোম অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

২২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ৪২ জন ব্যক্তিকে নিয়ে ব্রিটিশ হোম অফিসের একটি বিশেষ ফ্লাইট আলবেনিয়ার রাজধানী তিরানায় অবস্থিত মাদার তেরেসা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে দেখা গেছে।

আরও পড়ুন>>চ্যানেলে অনিয়মিত অভিবাসন বন্ধে যুক্তরাজ্য-আলবেনিয়া চুক্তি স্বাক্ষর

এসব ব্যক্তিদের মধ্যে ৩২ জন অপরাধীও রয়েছে। যাদের বিভিন্ন সময় মাদক সরবরাহ এবং চ্যানেল পেরিয়ে অবৈধ মানবপাচারে যুক্ত থাকার অপরাধের জন্য মোট ৮৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এছাড়াও বিমানটিতে ছয়জন প্রত্যাখাত আশ্রয়প্রার্থী এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অনিয়মিতভাবে যুক্তরাজ্যে থাকা চারজন অনিয়মিত অভিবাসী ছিলেন।

পড়ুন>>যুক্তরাজ্যে গাঁজা চাষে বাধ্য হন যে অভিবাসীরা

হোম অফিসের একটি সূত্র জানায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে তিনজন মূলত উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে এসেছিলেন।

সংশ্লিষ্টদের সঙ্গে ফ্লাইটে ব্রিটিশ ইমিগ্রেশন পুলিশের সদস্যদের একটি দল অবস্থান করে। অবতরণের সময় আলবেনিয়া পুলিশ তাদের সঙ্গে দেখা করেছিল।

আরও পড়ুন>>রুয়ান্ডায় আশ্রয়প্রার্থী পাঠানো মানবাধিকার লঙ্ঘন নয়, জানাল যুক্তরাজ্যের হাইকোর্ট

আলবেনিয়ার সঙ্গে চুক্তির পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক আগামী কয়েক মাসে 'হাজার হাজার' অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার পর এই পদক্ষেপ নেয়া হয়। 

২০২২ সালের শুরু থেকে ১৩ হাজারেরও বেশি আলবেনীয় ছোট নৌকায় ব্রিটেনে পৌঁছেছে।

পড়ুন>>ইউরোপে অবৈধ প্রবেশে পাচারকারীদের নতুন রুট আলবেনিয়া

হোম অফিসের একটি সূত্র বলেছে, এই আলবেনীয় অপরাধীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা যুক্তরাজ্যে গুরুতর অপরাধ করেছে এবং এখানে থাকার কোনো অধিকার নেই। সরকার তাদের অপসারণের জন্য অনুতপ্ত নয়।


এমএইউ/আরকেসি      (ডেইলিমেইল ইউকে)




 

অন্যান্য প্রতিবেদন