২০২২ সালে লাখ লাখ মানুষ ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে পৌঁছেছে। যাদের মধ্যে প্রায় ৪৮ লাখ শরণার্থী ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে ইইউর দেশগুলোতে আশ্রয় নিয়েছে। বছরের স্মরণীয় অভিবাসন সংক্রান্ত ছবিগুলো নিয়ে ইনফোমাইগ্রেন্টসের এবারের আয়োজন।

ইউক্রেন থেকে আসা শরণার্থীদের ঢল
রুশ বাহিনী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে। এর এক সপ্তাহের মধ্যে সাড়ে চার লাখ ইউক্রেনীয় পোল্যান্ডে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে অবশ্যই এদের মধ্যে ১৫ লাখ পোল্যান্ডে অবস্থান করে। এছাড়া, দশ লাখ শরণার্থী জার্মানিতে এবং বাকিরা অন্যান্য ইইউ দেশগুলোতে আশ্রয় নিয়েছিল।

রেকর্ড চ্যানেল পারাপার
২০২২ সালের রেকর্ড সংখ্যক ৪০ হাজার পার আশ্রয়প্রার্থী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেো।
চ্যানেল জুড়ে আগত লোকেদের রুয়ান্ডায় পাঠানোর জন্য যুক্তরাজ্য সরকারের অত্যন্ত বিতর্কিত পরিকল্পনাটি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তবে বছরের শেষে এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

মেলিলা সীমান্তে নজিরবিহীন সংঘর্ষ
২৪ জুন, প্রায় দুই হাজার অভিবাসী একত্র মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত স্পেনের মেলিলা সীমান্তের বেড়ার উপর দিয়ে স্পেনে প্রবেশের চেষ্টা করেছিল। এ সমস্য মরোক্কো ও স্পেনের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিবাসীদের সংঘর্ষে কমপক্ষে ২৩ জন মারা যায় এবং ৭৭ জন নিখোঁজ হন।
লাইটহাউস রিপোর্টস নামে ইউরোপীয় অনুসন্ধানী সাংবাদিকদের একটি নেটওয়ার্ক বলেছে, এটি ইউরোপীয় স্থল সীমান্তে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

ইইউর বহিঃসীমান্তে বেড়া তৈরি করেছে পোল্যান্ড
পোল্যান্ড ঘোষণা করেছে, অনিয়মিত অভিবাসন ঠেকাতে দেশটি বেলারুশের সঙ্গে থাকা সীমান্তে সাড়ে পাঁচ -মিটার উঁচু এবং ১৮৬ কিলোমিটার দীর্ঘ প্রাচীর নির্মাণের কাজ শেষ করেছে।
২০২১ সালে বেলারুশ থেকে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসী পারাপারের প্রতিক্রিয়ার অংশ হিসেবে প্রাচীরটি তৈরীর কাজ শুরু হয়েছিল। বেলারুশের সীমান্তবর্তী অপর দুই ইইউ দেশ লিথুয়ানিয়া এবং লাটভিয়াও বেলারুশের সাথে তাদের সীমান্তে বেড়া নির্মাণ করছে।

নেদারল্যান্ডসে আশ্রয়কেন্দ্রের সংকট
নেদারল্যান্ডসের আশ্রয় পদ্ধতির আমলাতান্ত্রিক জটিলতাঁর কারণে টের অ্যাপেল অভ্যর্থনা কেন্দ্রের সামনে অতিরিক্ত ৭০০ জনেরও বেশি আশ্রয়প্রার্থীকে ভয়ানক পরিস্থিতিতে ক্যাম্পের বাইরে ক্যাম্পিং করে থাকতে হয়েছিল।
ডাচ সরকারের আশ্রয়কেন্দ্রের সক্ষমতার অত্যধিক হ্রাস করা ও কাঠামোগত ত্রুটিগুলোর সমালোচনা করেছে ইইউ কাউন্সিল।

ইটালিতে সাংসদ নির্বাচিত অভিবাসী শ্রমিক নেতা
আইভরি কোস্ট থেকে আসা অভিবাসী অধিকার কর্মী ও শ্রমিক নেতা আবুবাকার সৌমাহোরো ইটালির সংসদে সাংসদ নির্বাচিত হওয়ার ঘটনা এ বছরের আলোচিত ঘটনাগুলোর একটি।
ইটালির সংসদের ১৬০ বছরের ইতিহাসে তিনি একমাত্র কৃষ্ণাঙ্গ এমপি।

সার্বিয়া সীমান্তে নির্যাতন
সার্বিয়ান এনজিও ক্লিকাকটিভের মতে, মারধর, স্প্রে, টিয়ার গ্যাসের ব্যবহার এবং বর্ণবাদী আচরণের পর সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তে মরক্কো থেকে আসা এক অভিবাসীর মাথা ন্যাড়া করে দিয়ে ক্রুশ চিহ্ন এঁকে দেয়া হয়।
এই ঘটনার পত সার্বিয়া ও হাঙ্গেরির সীমান্তে অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতা ও অপমান নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছে অভিবাসন সংস্থা ও এনজিওগুলো।
পশ্চিম বলকান রুট দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের বেশিরভাগই আফগান এবং সিরীয়।
ফ্রন্টেক্সের মতে, স২০২২ সালের প্রথম ১১ মাসে এক লাখ ৪০ হাজারেরও বেশি লোক এই রুটে ইইউতে প্রবেশ করতে সক্ষম হয়েছে। যা আগের বছরের তুলনায় ১৫০ শতাংশ বেশি।

সমুদ্রে ডুবে যাওয়া প্রিয়জনদের জন্য টিউনিশিয়ায় বিক্ষোভ
টিউনিশিয়ার উপকূলীয় শহর জারজিসে হাজার হাজার মানুষ সেপ্টেম্বরে বিক্ষোভ দেখায়।
জারজিস থেকে ইটালিগামী একটি ছোট নৌকায় করে ১৮ জন অভিবাসী মারা যায়।
মূলত এই নৌকাডুবির ঘটনা পরিচালনায় দেশটির কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগে ক্ষোভ দেখায় ভুক্তভোগীদের পরিবারগুলো।
পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ দ্রুত কোনো উদ্ধার প্রচেষ্টা শুরু করেনি এবং উপকূলে ভেসে যাওয়া মৃতদেহগুলো অজ্ঞাতনামা অভিবাসীদের জন্য নির্ধারিত একটি কবরস্থানে দাফন করা হয়েছিল।

গ্রিক দ্বীপে নাটকীয় দূর্ঘটনা
অক্টোবরে, গ্রিসের পেলোপনিসের দক্ষিণে অবস্থিত গ্রীক গ্রিক কিথেরা উপকূলে ১০০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা পাথরের সাথে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয় বলে ধারণা করা হয়। নিহত অভিবাসীরা ইরাক, ইরান এবং আফগানিস্তান থেকে এসেছিল। স্থানীয় গণমাধ্যম জানায়, নৌকাটি সমুদ্রে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে অভিবাসীরা সাহায্যের জন্য চিৎকার করেছিল।

ইটালিতে উদ্ধার জাহাজ অবতরণ নিয়ে নাটকীয়তা
নভেম্বরের শুরুতে, ভূমধ্যসাগরে সক্রিয় উদ্ধার জাহাজ ওশান ভাইকিংয়ের জাহাজ উপকূলে অবতরণ করা নিয়ে শুরু হয় ইটালি ও ইউরোপজুড়ে নাটকীয়তা।
আফ্রিকা থেকে অভিবাসন বন্ধ করার অঙ্গীকারে নির্বাচিত কট্টর ডানপন্থি ইটালীয় সরকার ওশান ভাইকিংকে নোঙর করার অনুমতি দিতে অস্বীকার করে। এক পর্যায়ে বেশ কয়েকদিন অপেক্ষার পর জাহাজটি দক্ষিণ ফ্রান্সে এসে পৌঁছায়।
সেখানে ফরাসি সরকার অভিবাসীদের নামার অনুমতি দিয়েছিল। এর আগে উদ্ধারের পর ফ্রান্সের নামার আগে পর্যন্ত সংশ্লিষ্ট অভিবাসীরা প্রায় তিন সপ্তাহ পর্যন্ত জাহাজে ছিলেন।

নাইজেরিয়া থেকে জাহাজের রাডারে স্পেনে
২০২২ সালের নভেম্বরে, পণ্যবাহী জাহাজের রাডারে লুকিয়ে নাইজেরিয়া থেকে আসা তিন ব্যক্তিকে উদ্ধার করেছে স্পেনের উপকূলরক্ষীরা। তারা নাইজেরিয়া থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে ভ্রমণকারী একটি তেল ট্যাঙ্কারের রাডারে ১১ দিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে রওনা দিয়েছিলেন।
এই তিনজন ব্যক্তি অলৌকিকভাবে ১১ দিন পর্যন্ত জাহাজের রাডারে বেঁচে ছিলেন।
এমএইউ/আরকেসি (ইন্ডিপেন্ডেন্ট ডট এফআর)