ইউক্রেন থেকে পোল্যান্ডে আসা শরণার্থীদের সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরা৷ ফাইল ফটো৷ পিকচার অ্যালায়েন্স/এপি
ইউক্রেন থেকে পোল্যান্ডে আসা শরণার্থীদের সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরা৷ ফাইল ফটো৷ পিকচার অ্যালায়েন্স/এপি

বিশ্বব্যাপী মোট শরণার্থীর সংখ্যা ১০ কোটিরও বেশি বলে জানিয়েছে জাতিসংসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷ শরণার্থীর সংখ্যা এতো হতে পারে আজ থেকে ১০ বছর আগে তা চিন্তাও করা যায়নি৷

গত বুধবার জার্মানির বন শহরে অনুষ্ঠিত এক আলোচনায় এই তথ্য জানায় ইউএনএইচসিআর৷ সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, যুদ্ধ, সংঘর্ষ, নিপীড়ন এড়িয়ে শরণার্থী হওয়া লোকের সংখ্যা কখনোই এত বেশি হয়নি৷ 

তথ্য অনুসারে, বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া লোকের সংখ্যা মোট ১০ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে৷ এর মধ্যে আছে শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হওয়া লোকেরা৷ এই সংখ্যা গত বছরের তুলনায় শতকরা ১৫ ভাগ বেশি৷  

কেন বাড়ছে শরণার্থী?

বিশ্বজুড়ে শরণার্থীর সংখ্যা বাড়ার কারণ হিসেবে ইউক্রেনে রাশিয়ার হামলাকে দায়ী করছে জাতিসংঘ৷  

তাছাড়া, আফ্রিকার দেশগুলোর অবস্থার অবনতি, আফগানিস্তানে তালাবানের ক্ষমতা দখল এবং অন্যান্য অঞ্চলে সংঘাতের কারণও এর জন্য দায়ী৷

আশ্রয় আবেদন আরো বাড়বে: ইউরোপীয় ইউনিয়ন

ইউএনএইচসিআরের মুখপাত্র বলেন, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার বাস্তুচ্যুতির সংখ্যা খুব দ্রুত বাড়তে থাকে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ৷   

এখন পর্যন্ত ইউক্রেনের এক তৃতীয়াংশ লোক বাস্তুচ্যুত হয়েছেন৷ এর মধ্যে আশি লাখ লোক ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন আর ৬৫ লাখ লোক অভ্যান্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়েছেন৷   

আরআর/কেএম (ডিপিএ)

 

অন্যান্য প্রতিবেদন