সেন্ট্রাল ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা পর্যবেক্ষণকারী একটি দাতব্য সংস্থা সোমবার ইটালির ভূমিকার কথা বলেছে। তারা জানিয়েছে, সাহায্যের জন্য বারবার আবেদন করার পরে প্রায় ৫০ জন অভিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ইটালির উপকূলরক্ষীরা।
এনজিও অ্যালার্ম ফোন দুর্দশাগ্রস্ত অভিবাসীদের নিয়ে কাজ করে। তাদের হটলাইন একটি টুইট করেছে, "ইটালির উপকূলরক্ষীবাহিনী অবশেষে ৫০ জনকে উদ্ধার করেছে। এর ফলে তারা স্বস্তি পেয়েছেন। রোববার প্রথম সাহায্যের জন্য আহ্বান করা হয়েছিল।
তবে অভিবাসীদের সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি তারা। ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) সোমবার সকালে বলেছিল, ৪৫ জন অভিবাসীকে নিয়ে একটি নৌকা বিপজ্জনক অবস্থায় রয়েছে। তখন অ্যালার্ম ফোনের মাধ্যমে এ বিষয়ে সতর্ক করা হয়।
এমএসএফ প্রেস অফিসার মাউরিজিও দেবানে বলেন, "আমরা অবিলম্বে ইটালি কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ করার অনুমতি চেয়েছিলাম। তবে সঙ্গে সঙ্গে কিন্তু কোনো উত্তর পাইনি। আন্তর্জাতিক আইন এবং সামুদ্রিক কনভেনশনের অধীনে বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করা বাধ্যতামূলক।"
তবে অভিবাসী উদ্ধারে হস্তক্ষেপ করার ফলে এই দাতব্য সংস্থাটি অতি-ডানপন্থি সরকার এবং সমুদ্রে উদ্ধার সংক্রান্ত নতুন ডিক্রি আইনে রোষের মুখে পড়তে পারে। দাতব্য সংস্থাটি পরে জানায়, তারা নতুন করে আর কোনো নৌকার সন্ধান করছে না।
এমএসএফ সোমবারের শুরুতে কয়েকটি টুইট করে। তারা এটি স্পষ্ট করে দিয়েছে, ইটালির কর্তৃপক্ষের অনুরোধের পরে নৌকাগুলিকে সহায়তা করা হয়েছে।
তারা বলেছে, জিও ব্যারেন্টস ওই ৪৫ জনকে সাহায্য করছিল। তবে রোম একটি ক্ষেত্রে জিও ব্যারেন্টসকে সহায়তা করতে বাধা দিয়েছিল। কারণ সোমবার সম্পূর্ণ পরিস্থিতি "লিবিয়া দ্বারা পরিচালিত হয়েছিল"।
ইটালির নতুন ডিক্রি আইনে সোমবার রাষ্ট্রপতি সই করেছেন। আইনে রূপান্তরিত করতে সেটি সংসদে চলে গিয়েছে। হাতে রয়েছে ৬০ দিন। এই সময়ের মধ্যে অভিবাসী উদ্ধার নিয়ে কঠোর আইনের পরিবর্তন হতে পারে বলে মনে করছেন অনেকে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর ডানপন্থি সরকার অভিবাসী অবতরণ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে অক্টোবরে দেশের কার্যভার গ্রহণ করে।
মেলোনি দাবি করেন, দাতব্য সংস্থাগুলি অভিবাসী এবং মানবপাচারকারীদের উৎসাহ দিচ্ছে। উত্তর আফ্রিকা থেকে বিপজ্জনক পথে ইটালিতে আসা অভিবাসীদের উদ্ধার করছে সংস্থাগুলি।
দাতব্য সংস্থাগুলি বলে, তারা সমুদ্রে জীবন বাঁচানোর বিষয়ে সর্বদা আন্তর্জাতিক এবং জাতীয় আইন অনুসরণ করে। নতুন নিয়মগুলির ফলে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা দেয়া অন্যায়৷
২০২২ সালে আসা বেশিরভাগ অভিবাসীকে দাতব্য জাহাজ নয়, ইটালির নৌবাহিনী বা উপকূলরক্ষী জাহাজ দ্বারা উদ্ধার করেছে।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) অনুসারে, ২০১৪ সাল থেকে অন্তত ২০ হাজার ২১৮ জন মানুষ বিশ্বের অন্যতম এই বিপজ্জনক পথে (সেন্ট্রাল ভূমধ্যসাগর) পারাপার করতে গিয়ে মারা গিয়েছে বা নিখোঁজ হয়েছে।
আরকেসি/কেএম (এএফপি)