কারাবিনিয়েরি পুলিশের গাড়ি ৷ ফটো: কারাবিনিয়েরি/আনসা
কারাবিনিয়েরি পুলিশের গাড়ি ৷ ফটো: কারাবিনিয়েরি/আনসা

ইটালির সিসিলির একটি ক্লাবে নিউ ইয়ার্স ইভের পার্টিতে সহিংসতার অভিযোগ উঠেছে। এক তরুণীকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে টিউনিশীয় যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সন্দেহভাজন তিন রোমানিয়ান নাগরিককে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

সিসিলির একটি নাইট ক্লাবে ইংরেজি নতুন বছরের প্রাক্কালে একটি পার্টি হচ্ছিল। সেখানে ৩০ বছর বয়সি এক টিউনিশীয় নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। কারাবিনিয়ারি পুলিশ ঘটনা নিশ্চিত করেছে।

রোমানিয়ানদের একটি দল টিউনিশিয়ার ওই নাগরিককে মারধর করে। ওই ব্যক্তিকে সুইচব্লেড দিয়ে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। সিসিলির ভিট্টোরিয়ার 'লা দোলসে ভিটা' নামের ক্লাবের সামনে ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।

এই অঞ্চলের গ্রিনহাউসে বসবাসকারী এবং অনেক অভিবাসীদের কাছে এই নাইট ক্লাব খুব জনপ্রিয়।

তরুণীর সঙ্গে কথা বলায় হামলা

ঘটনার সময় পার্টিতে থাকা অনেক অভিবাসী ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একজন রোমানিয়ান তরুণীর প্রতি ওই ব্যক্তি আপত্তিকর মন্তব্য করে বলে মনে করা হচ্ছে। এর ফলে তরুণীর পাশে থাকা রোমানিয়ান নাগরিকেরা টিউনিশীয় ব্যক্তির উপর হামলা চালায় বলে পুলিশের অনুমান।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুসারে, ক্লাবের গেটে অন্তত তিনজন পুরুষ টিউনিশীয় ব্যক্তির জন্য অপেক্ষা করছিলেন। তাকে সুইচব্লেড জাতীয় ছুরি এবং রাস্প বার দিয়ে আক্রমণ করা হয়। রাস্প বার কৃষিকাজে ব্যবহৃত একটি যন্ত্র।

কারাবিনিয়ারি পুলিশ এবং প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ওই ব্যক্তির মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর জানা যায় তার নাম স্লিম্যান মারুয়েন। তার বয়স ৩০। টিউনিশীয় হিসাবে তাকে শনাক্ত করা হয়েছিল।

গ্রেপ্তার তিনজন, দুই জন নাবালক

খুনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন নাবালক বলে জানা গিয়েছে।

অভিযুক্তদের সবাইকে একটি স্থানীয় থানায় নিয়ে আসা হয় সোমবার। দায়িত্বরত ডেপুটি প্রসিকিউটর তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে, সবচেয়ে বয়স্ক ব্যক্তি অপরাধ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। 'লা দোলসে ভিটা' ক্লাবে এর আগেও একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে।

মেয়র 'চূড়ান্ত ব্যবস্থা' নেওয়ার আহ্বান জানিয়েছেন

ওই ব্যক্তির মৃত্যুর পর, ভিট্টোরিয়ার মেয়র, ফ্রান্সেসকো আইলো, শহরে সহিংসতা মোকাবেলা করতে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তার কথায়, "অত্যন্ত গুরুতর অপরাধ এবং সহিংসতার ঘটনা ঘটেছে।" 

মেয়র শহরজুড়ে আইনপ্রণয়নকারী সংস্থাগুলির শক্তিশালী উপস্থিতি দাবি করেছেন। নির্দিষ্ট কয়েকটি ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। জনগণের নিরাপত্তা বজায় রেখে নৈতিকতা বা শালীনতার জন্য সম্ভাব্য হুমকিগুলিকে শনাক্ত করতে বলেন তিনি।

মেয়র স্থানীয় পুলিশের ক্ষমতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।


আরকেসি/কেএম (আনসা)

 

অন্যান্য প্রতিবেদন