স্পেনে ২০২২ সালে অনিয়মিত অভিবাসনের হার আগের বছরের তুলনায় ২৫ শতাংশেরও বেশি কমেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাৎসরিক পর্যালোচনা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার, ৩ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে স্পেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে মোট ৩১ হাজার ২১৯ জন অভিবাসী অবৈধভাবে স্পেনে প্রবেশ করেছে। ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ৪১ হাজার ৯৪৫ জন। অর্থ্যাৎ, ২০২১ সালের তুলনায় অনিয়মিত অভিবাসন প্রায় ২৫.৬ শতাংশ কমেছে।
মন্ত্রণালয় আরও জানায়, “টানা দ্বিতীয় বছর ধরে এই সংখ্যাটি কমছে। অভিবাসীদের মূল দেশ ও অভিবাসনের ট্রানজিট দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং মানবপাচার চক্রের বিরুদ্ধে লড়াই শক্তিশালীকরণের ফলে এটি সম্ভব হয়েছে।”
আরও পড়ুন>> স্পেনে কোটি টাকার ‘ক্রিসমাস’ লটারি জয়ী দুই অভিবাসী বন্ধু
২০২২ সালে পশ্চিম সাহারা ইস্যুতে মরক্কোর সঙ্গে মাদ্রিদে কূটনৈতিক সমস্যার সমাপ্তি হয়। মূলত এরপর থেকে দুই দেশের সীমান্তে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াই জোরদার করা হয়।
মরক্কো থেকে বিপুল সংখ্যক অভিবাসী অনিয়মিত উপায়ে স্পেনের বিভিন্ন দ্বীপ ও ছিটমহলে প্রবেশ করে থাকে। মরক্কো ২০২২ সালের শুরু থেকে দেশটির উপকূলে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। যার ফলশ্রুতিতে স্পেনে অনিয়মিত অভিবাসন ব্যাপক হারে হ্রাস পেয়েছে।
পড়ুন>> মেলিলায় অভিবাসী ‘হত্যাকাণ্ড’ ধামাচাপা দেয়ার চেষ্টা হচ্ছে, দাবি অ্যামনেস্টির
প্রকাশিত বিবৃতিতে স্পেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “সমুদ্রপথে অভিবাসীদের প্রবেশ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এটির ফলে বিভিন্ন উপদ্বীপের উপকূল, সেউটাতে, বালিয়ারিক দ্বীপপুঞ্জ এবং ক্যানারি দ্বীপপুঞ্জে অনিয়মিত অভিবাসীদের সংখ্যা এবং অভিবাসী নৌকা উভয়ই কমেছে।”
মোট সংখ্যার পাশাপাশি, ২০২১ সালের তুলনায় সমুদ্রপথে আসা অনিয়মিত অভিবাসীদের সংখ্যা ২৭.৯ শতাংশ এবং নৌকায় আসা অভিবাসীদের ২০.৭ শতাংশ কমেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত স্প্যানিশ দ্বীপপুঞ্জ ক্যানারিতে আসা অভিবাসীদের সংখ্যা। ২০২১ সালে ক্যানারিতে আসা অভিবাসীদের সংখ্যা ছিল ২২,৩১৬ জন। যার বিপরীতে ২০২২ সালে এসেছে ১৫,৬৮২ জন। অর্থ্যাৎ আগের বছরের চেয়ে ২৯,৭ শতাংশ কম।
আরও পড়ুন>> ক্যানারি উপকূলে নিখোঁজ অভিবাসীদের মৃতদেহ শনাক্তে পরিবারগুলোর সংগ্রাম
২০১৯ সালে এর শেষের দিক থেকে ভূমধ্যসাগরে নিয়ন্ত্রণ কঠোর করার পর, আফ্রিকান উপকূল থেকে থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অনিয়মিত অভিবাসীদের অবতরণ বহুগুণ বেড়ে গিয়েছিল। বিশেষ করে পশ্চিম সাহারায় অবস্থিত সাবেক স্প্যানিশ উপনিবেশে যেটির বেশিরভাগ অংশ এখন মরক্কো নিয়ন্ত্রণ করে। এই রুটে প্রবল স্রোত এবং অস্থায়ী নৌকার কারণে অভিবাসীরা অত্যন্ত বিপজ্জনক সমুদ্র পারাপারের ঝুঁকি নিয়ে থাকে।
২০২২ সালের ২৪ জুন প্রায় দুই হাজার অভিবাসী একত্রে অনিয়মিত উপায়ে মেলিলায় প্রবেশের চেষ্টা করেছিল। মরক্কো ও স্পেনের নিরাপত্তা বাহিনী অভিবাসীদের বাধা দিলে ২৩ জন অভিবাসীর মৃত্যু হয়।
পড়ুন>>‘ডিজিটাল ভিসা’ চালুর পরিকল্পনা স্পেনের
ইউরোপে অনিয়মিত অভিবাসনের প্রধান প্রবেশদ্বারগুলোর মধ্যে অন্যতম দেশ স্পেন। এই দেশটিকে অভিবাসীরা প্রায়শই শুধুমাত্র একটি স্টপওভার বা অস্থায়ী ট্রানজিট হিসেবে ব্যবহার করে। একবার স্পেনে পৌঁছলে অভিবাসীরা পরবর্তীতে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে চলে যায়।
২০২২ সালের ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে স্প্যানিশ এনজিও কামিনান্দো ফ্রন্তেরাস জানিয়েছে, স্পেনে পৌঁছানোর চেষ্টা করে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি অভিবাসী মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।
এমএইউ/আরকেসি (এএফপি)