২ জানুয়ারি,২০২৩,ভিয়েনায় যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: রয়টার্স
২ জানুয়ারি,২০২৩,ভিয়েনায় যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: রয়টার্স

ভারতীয় অভিবাসীর সংখ্যা বাড়ছে অস্ট্রিয়ায়৷ তাই ভারতের সঙ্গে অভিবাসন নিয়ে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হলো অস্ট্রিয়া। শ্রমবাজারে বৈধ অভিবাসনের আইনি বিকল্পের বিনিময়ে অনিয়মিত ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেয়া হবে।

আগামী ২৯ জানুয়ারি লোয়ার অস্ট্রিয়া বা রাজ্যভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে অভিবাসনকে নির্বাচনী এজেন্ডার শীর্ষে রেখেছে রক্ষণশীল অস্ট্রিয়ান পিপলস পার্টি (ওভিপি) । 

২০২২ সালে অস্ট্রিয়ায় এক লাখেরও বেশি অ-ইউক্রেনীয় আশ্রয়প্রার্থী নিবন্ধিত হয়েছিল। যার মধ্যে ১৮ হাজার ভারতীয় আশ্রয়প্রার্থী। 

সোমবার, ২ জানুয়ারি, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, “বর্তমান সমস্যাটি অভিবাসন নিয়ে নয়, বরং অবৈধ অভিবাসনকেন্দ্রিক। অস্ট্রিয়াতে বসবাসকারী কয়েক হাজার ভারতীয় আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে।”


অনিয়মিত অভিবাসন নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং দক্ষ ভারতীয় অভিবাসীদের বৈধভাবে অস্ট্রিয়ায় আসার সুযোগ দিতে নতুন অভিবাসন চুক্তিটি সম্পন্ন হয়েছে। 

এটির সাহায্যে দুই দেশের মধ্যে শিক্ষার্থী বিনিময় এবং ভারতীয়দের ‘ওয়ার্কিং হলিডে’ বা ভ্রমণ ভিসায় কাজের সুযোগের মতো সুবিধা প্রদান করা হবে। 

নতুন চুক্তি অনুযায়ী প্রতি বছর ৮০০ জন ভারতীয়কে ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের ভিসা দেবে অস্ট্রিয়া সরকার। 

আরও পড়ুন>> ‘২০ হজার অভিবাসী রোমানিয়া হয়ে অস্ট্রিয়ায় প্রবেশ করেছে’

এসব সুবিধার বিনিময়ে ভারত অস্ট্রিয়া থেকে অনিয়মিত অভিবাসী ও অনিয়মিত আশ্রয়প্রার্থীদের প্রত্যাবর্তনে ভিয়েনাকে সহায়তা করবে। বর্তমানে অস্ট্রিয়ায় থাকা ভারতীয় আশ্রয়প্রার্থীদের সেখানে ঠাঁই পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

অস্ট্রিয়ার অ্যাসাইলাম কোঅর্ডিনেশনের অ্যাসোসিয়েশন নতুন এই চুক্তিটিকে ‘নাটকীয়’ ও লোক দেখানো বলে মন্তব্য করেছে। তাদের মতে, এই চুক্তিটি এমন সব সমস্যার সমাধানের কথা বলছে যে সমস্যাগুলো অভিবাসন ব্যবস্থার ক্ষেত্রে কোনো ব্যাপার নয়।

অ্যাসাইলাম কো-অর্ডিনেশনের অ্যাসোসিয়েশনের মুখপাত্র লুকাস গাহলেইটনার-গার্ত্জ বলেন, “অস্ট্রিয়ায় আশ্রয়ের জন্য ১৮ হাজার ভারতীয় নিবন্ধন করলেও প্রকৃতপক্ষে তাদের বেশিরভাগ অন্যান্য ইইউ দেশগুলিতে চলে যায়।”  


২০২২ সালের প্রথম তিন প্রান্তিকে প্রায় ২০০ ভারতীয় আশ্রয়প্রার্থীর আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া কর্তৃপক্ষ। যাদের মধ্যে ১৪২ জন স্বেচ্ছায় দেশে ফিরে গিয়েছেন।

অস্ট্রিয়ায় আসা বেশিরভাগ ভারতীয় মূলত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড হয়ে দেশটিতে প্রবেশ করেছেন। ধারণা করা হচ্ছে ভারতীয় আশ্রয়প্রার্থীদের এই সমস্যাটি মূলত সার্বিয়ার মাধ্যমেই সমাধান হয়েছে। কারণ সার্বিয়া ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয়দের জন্য থাকা ‘নো-ভিসা নীতি’ স্থগিত করেছে। যার ফলে সার্বিয়ায় আসার জন্য এখন ভারতীয়দের সার্বিয়া দূতাবাস থেকে ভিসা নিতে হচ্ছে। 

এ ব্যাপারে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী শ্যালেনবার্গ বলেন, “আমরা আমাদের সার্বিয়ান বন্ধুদেরকে তাদের ভিসা উদারীকরণ নীতি কঠোর করতে চাপ দিয়েছি। যা তারা এখন বাস্তবায়ন করেছে।”


এমএইউ/ আরকেসি         (নিকোলাস জে. কুরমায়ার/ইউরাসিটিটিভি.ডিই)


 

অন্যান্য প্রতিবেদন