ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারে জড়িত বেশ কয়েকটি বেসরকারি সংস্থা বা এনজিও ইটালি সরকারের সদ্য জারি করা ডিক্রির তীব্র নিন্দা জানিয়েছে৷ তাদের মতে, নতুন ডিক্রিটির মাধ্যমে সমুদ্রে ঝুঁকিতে থাকা মানুষদের সহায়তা করতে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা আরও বেশি দুর্ঘটনার জন্ম দিবে৷
৫ জানুয়ারি যৌথ এক প্রেস বিজ্ঞপ্তিতে, সমুদ্রে উদ্ধার অভিযানের বিষয়ে ইটালির নতুন কট্টর-ডানপন্থী সরকারের পদক্ষেপের প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে আন্তজার্তিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসসহ (এমএসএফ) ২০টি এনজিও৷
চলতি সপ্তাহের শুরুতে কার্যকর হওয়া এই ডিক্রির বিষয়ে বিবৃতিতে বলা হয়, “ডিক্রিটি অনুসন্ধান এবং উদ্ধারে নিয়োজিত এনজিওগুলিকে লক্ষ্য করেই প্রদান করা হয়েছে৷ সেন্ট্রাল ভূমধ্যসাগর অতিক্রম করার সময় ঝুঁকিতে থাকা অভিবাসীরাই এর পরিণতি ভোগ করবে৷’’
আরও পড়ুন>>উদ্ধার অভিযানের পর ইটালির নিষেধাজ্ঞার আশঙ্কায় জিও ব্যারেন্টস
‘সমুদ্রে দুর্দশাগ্রস্ত লোকেদের সহায়তায় বাধা দিতে’ একটি ইউরোপীয় দেশের সরকারের এমন প্রচেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনজিওগুলো৷
ভয়ংকর অভিবাসন রুট
ইটালি সরকারের জারি করা নতুন ডিক্রির শর্তাবলীতে বলা হয়েছে, সমুদ্রে প্রতিটি উদ্ধার অভিযানের পরে জাহাজগুলিকে অবশ্যই দ্রুততর সময়ের মধ্যে যেকোন একটি ইটালীয় বন্দরের দিকে যেতে হবে৷ এই শর্ত উদ্ধার জাহাজগুলোর ‘উদ্ধার ক্ষমতা’ হ্রাস করবে৷
সাধারণত একটি অভিযানের পর আশেপাশে ঝুঁকিতে থাকা নৌকার সন্ধানসহ একত্রে একাধিক অভিযান চালায় উদ্ধার জাহাজগুলো৷ পৃথিবীর অভিবাসন রুটগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর এবং সবচেয়ে বেশি প্রাণহানীর জন্য পরিচিত সেন্ট্রাল ভূমধ্যসাগর রুট৷ এই পথে অভিবাসীদের বহনকরা ছোট ও অস্থায়ী নৌকাগুলো প্রতিনিয়ত ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকে৷
আরও পড়ুন>>সিসিলি: তরুণীকে আপত্তিকর মন্তব্য, পিটিয়ে হত্যা টিউনিশীয়কে
একটি অভিযানের পর জাহাজগুলো ইটালির দিকে ফিরে যেতে বাধ্য হলে ঝুঁকিতে থাকা প্রচুর অভিবাসী দুর্ঘটনার শিকার হবে বলে এনজিওগুলো আশঙ্কা প্রকাশ করেছে৷ কারণ এ অঞ্চলে মাত্র কয়েকটি এনজিও পরিচালিত জাহাজ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল৷
এনজিওগুলোর মতে, নতুন ডিক্রির মাধ্যমে দেয়া নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে এনজিওগুলোকে দীর্ঘ সময়ের জন্য উদ্ধার অঞ্চলের বাইরে রাখা৷ ডিক্রিটি আন্তর্জাতিক সামুদ্রিক আইন, মানবাধিকার এবং ইউরোপীয় আইনের সাথে সাংঘর্ষিক৷’’
ডিক্রিটিকে আইনে পরিণত করতে ইটালীয় সংসদ সদস্যদের হাতে দুই মাস সময় আছে৷ সম্ভাব্য এই আইনের বিরোধিতা করতে এনজিওগুলো সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে৷
পড়ুন>>ইউরোপে অভিবাসীদের জোর করে ‘পতিতাবৃত্তি’, চক্রের নেতা গ্রেপ্তার
ডিক্রি সম্পর্কে জানতে চাইলে ইউরোপীয় কমিশনের অন্যতম মুখপাত্র অনিত্তা হিপার বৃহস্পতিবার ইটালিকে আন্তর্জাতিক আইন এবং সমুদ্র আইন মেনে চলার আহ্বান জানান৷
ইটালির নতুন কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনির সরকার ইটালিতে অভিবাসীদের আগমন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ২০২২ সালের অক্টোবরে দেশটির ক্ষমতায় এসেছে।
২০২২ সালে সমুদ্রপথে ইটালিতে এক লাখ পাঁচ হাজার এরও বেশি অভিবাসী প্রবেশ করেছে।
পড়ুন>>‘মোস্ট ওয়ান্টেড’ মানবপাচারকারী ‘কিদান জাকারিয়া’ আটক
আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম) অনুসারে, “ভূমধ্যসাগর পারাপারের চেষ্টা করার সময় ২০১৪ সাল থেকে ২০ হাজার এরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।”
এমএইউ/এফএস