(ফাইল ছবি) টিউনিশিয়ার জারজিস উপকূলে অভিবাসী নৌকাডুবির পরে উদ্ধার হওয়া এক ব্যক্তির মৃতদেহ। ছবি: এএফপি
(ফাইল ছবি) টিউনিশিয়ার জারজিস উপকূলে অভিবাসী নৌকাডুবির পরে উদ্ধার হওয়া এক ব্যক্তির মৃতদেহ। ছবি: এএফপি

টিউনিশিয়া উপকূল থেকে ইউরোপে পৌঁছানোর সময় নৌকা ডুবে পাঁচ জন অভিবাসীর মৃত্যু হয়েছে৷ আরো পাঁচজন অভিবাসী নিখোঁজ হয়েছেন৷ অপরদিকে, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ৩৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করতে পেরেছে ওশান ভাইকিং।

অনিয়মিতভাবে ইটালি উপকূলে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের কাছে অন্যতম প্রধান এক্সিট পয়েন্টে পরিণত হয়েছে টিউনিশিয়ার স্ফ্যাক্স উপকূল।

স্ফ্যাক্স প্রসিকিউটর কার্যালয়ের মুখপাত্র শনিবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, একটি অভিবাসী নৌকা ডুবে পাঁচ ব্যক্তি মারা গিয়েছেন ও আরও পাঁচজন নিখোঁজ হয়েছেন২০ জন অভিবাসীকে উপকূলরক্ষীরা জীবিত অবস্থায় উদ্ধার করেছেন৷ এ কথা নিশ্চিত করেছেন স্ফ্যাক্সের আদালতের প্রসিকিউটর ফৌজি মাসমুদি।

আরও পড়ুন>>ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধার: ইটালির ডিক্রিতে এনজিওগুলোর নিন্দা

তিনি বলেন, সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা মোট ৩০ জন নারী ও পুরুষ অভিবাসী নৌকায় উঠেছিলেন। নিখোঁজদের খোঁজে শনিবার তল্লাশি অভিযান চলছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্তকারীরা এখনও অভিবাসী নৌকাটির প্রস্থান পয়েন্ট নির্ধারণ করতে পারেননি।

টিউনিশিয়ার উপকূল থেকে ১৫০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ইটালীয় দ্বীপ লাম্পেদুসা। 

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালের প্রথম দশ মাসে ২২,৫০০ এরও বেশি অভিবাসীকে টিউনিশিয়ার উপকূল থেকে আটকানো বা উদ্ধার করা হয়েছিল, যাদের মধ্যে প্রায় ১১ হাজার সাব-সাহারা অঞ্চলের অভিবাসী ছিল।

পড়ুন>>২০২২ সালে রেকর্ড অভিবাসীকে ফেরত পাঠালো তুরস্ক

আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম) অনুসারে, উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে ২০১৪ সাল থেকে ২০ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছে বা নিখোঁজ হয়েছে।

লিবিয়া উপকূল থেকে উদ্ধার ৩৭

ভূমধ্যসাগরে সক্রিয় মানবিক উদ্ধার জাহাজ ওশান ভাইকিং শনিবার লিবিয়া উপকূল থেকে ৩৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। 

এনজিও এসওএস মেডিটারানে জানায়, অভিবাসীরা একটি ছোট নৌকায় আসার ফলে লিবিয়ার কাছে আন্তর্জাতিক জলসীমায় ঝুঁকির মুখে পড়ে। জাহাজটি ইটালির বন্দর এনকোনায় নোঙর করার কথা রয়েছে। 


এই ইটালীয় বন্দরটি উদ্ধার এলাকা থেকে দেড় হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, অর্থাৎ চার দিন সমুদ্র যাত্রার পর উদ্ধার জাহাজটি ইটালির এনকোনায় পোঁছাবে।

আরও পড়ুন>>‘মোস্ট ওয়ান্টেড’ মানবপাচারকারী ‘কিদান জাকারিয়া’ আটক

এনজিওটি ব্যাখ্যা করে, “রবিবার রাত থেকে সমুদ্রের আবহাওয়ার পূর্বাভাস আরও খারাপ হয়৷ প্রবল বাতাসের মধ্যে সমুদ্র্র পেরোতে হয়েছে। উদ্ধার হওয়া ৩৭ জনের মধ্যে দুইজন নারী এবং ১২ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।” 


এমএইউ/আরকেসি            (এএফপি)



 

অন্যান্য প্রতিবেদন