ভারত মহাসগরের ফরাসি ডিপার্টমেন্ট লা রেওনিওঁ দ্বীপে অনিয়মিত উপায়ে আসা শ্রীলঙ্কান আশ্রয়প্রার্থীদের মধ্যে পাঁচজন গিলোট অপেক্ষাকেন্দ্র থেকে পালিয়েছেন৷ তাদেরকে খুঁজে বের করতে টহল জোরদার করেছে ফরাসি পুলিশ৷
সোমবার (৯ জানুয়ারি) ফরাসি ডিপার্টমেন্ট লা রেওনিওঁ দ্বীপের সেন্ট ম্যারি অঞ্চলের গিলোটে একটি অপেক্ষাকেন্দ্রে থাকা পাঁচজন পালিয়েছেন৷ তারা সবাই শ্রীলঙ্কার নাগরিক৷
ফ্রান্সের জাতীয় পুলিশের একটি ট্রেড ইউনিয়ন জানিয়েছে, সীমান্ত পুলিশের জন্য বরাদ্দকৃত অর্থ ও অবকাঠামোগত অভাবের কারণে এমন ঘটনা ঘটছে৷
তীব্র অর্থনৈতিক সংকট শুরুর পর থেকে শ্রীলঙ্কার বহু নাগরিক ইঞ্জিনচালিত নৌকায় ভারত মহাসগরে অবস্থিত ফরাসি দ্বীপ লা রেওনিওঁতে এসে পৌঁছান৷ তবে ফ্রান্সের মূল ভূখন্ডের মতো এই দ্বীপে সরাসরি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা যায় না৷
আরও পড়ুন>>সার্বিয়ার ভিসা পরিবর্তন: অস্ট্রিয়ায় ভারতীয়দের আশ্রয় আবেদন হ্রাস
অনিয়মিত উপায়ে দ্বীপে প্রবেশের পর আশ্রয়প্রার্থীদের দ্বীপের একমাত্র অপেক্ষাকেন্দ্রে রাখা হয়৷ পরবর্তীতে তাদেরকে মূল ফরাসি ভূখণ্ডে অবস্থিত আশ্রয় আবেদন বিষয়ক ফরাসি দপ্তর অফপ্রা এর অনুমোদন সাপেক্ষে আশ্রয় আবেদন চাওয়ার অনুমতি দেয়া হয়৷
শ্রীলঙ্কান নাগরিকেরা একটি অপেক্ষমান কেন্দ্রে আটক ছিলেন। তবে এই কেন্দ্রগুলো সাধারণ ফরাসি প্রশাসনিক আটককেন্দ্রের মতো নয়৷
পড়ুন>>ইইউর সভাপতিত্বে সুইডেন, প্রতিবেশী দেশগুলির অভিবাসন নীতিতে মিশ্র প্রভাব
অপেক্ষাকেন্দ্রে নিরাপত্তার জন্য সীমান্ত পুলিশের কর্মকর্তারা প্রতি ঘণ্টায় টহল দিয়ে থাকেন এবং অভিবাসীদের জন্য খাবার নিয়ে আসেন৷ কিন্তু তারা সম্পূর্ণ প্রাঙ্গনে এবং বিশেষ করে কক্ষগুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন না৷ অর্থাৎ অপেক্ষা প্রাঙ্গণের সাধারণ এলাকাগুলো টহলের আওতায় থাকলেও ব্যক্তিগত কক্ষগুলো তার আওতায় থাকে না৷
যার ফলে কেন্দ্রের একটি কক্ষের জানালা ভেঙ্গে এবং সেখানে থাকা লোহার গ্রিল খুলে পালিয়ে যেতে সক্ষম হন পাঁচ অনিয়মিত অভিবাসী৷
আরও পড়ুন>>ফ্রান্সে ‘ডিপোর্ট’ আতঙ্কে ২৪ ভারতীয় অনিয়মিত অভিবাসী
পলাতক অভিবাসীদের ধরতে ফরাসি পুলিশ তৎপর রয়েছে৷ দ্বীপের বিভিন্ন পয়েন্টে ফরাসি জাতীয় পুলিশের টহল মোতায়েন করা রয়েছে৷ এই পাঁচ শ্রীলঙ্কার অভিবাসী ২০২২ সালের ২৪ ডিসেম্বর নৌকায় রেওনিওঁ দ্বীপে প্রবেশ করেন৷ নৌকায় থাকা ৫৩ জন যাত্রীর মধ্যে ৪৯ জনকে দ্বীপের অপেক্ষাকেন্দ্রে রাখা হয়।
এছাড়া নৌকায় থাকা তিন অপ্রাপ্তবয়স্ককে ২৮ ডিসেম্বর সামাজিক সহায়তা দপ্তরে স্থানান্তর করা হয়েছিল৷
অপেক্ষমাণ এলাকায় থাকা বাকি অভিবাসীদের চলতি সপ্তাহে শুক্রবার শ্রীলঙ্কায় ফেরত পাঠানো হবে৷
এমএইউ/এফএস (লা রেওনিওঁ প্রমিয়ের)