২০২৩ সালের শুরুতে ইটালি উপকূলে একটি উদ্ধার অভিযানের দৃশ্য। ছবি: আনসা/ইটালি কোস্টগার্ড
২০২৩ সালের শুরুতে ইটালি উপকূলে একটি উদ্ধার অভিযানের দৃশ্য। ছবি: আনসা/ইটালি কোস্টগার্ড

টিউনিশিয়া থেকে যাত্রা করা অভিবাসীদের একটি নৌকা ইটালির লাম্পেদুসা উপকূলে ডুবে গেছে৷ দুর্ঘটনায় ১৪ মাস বয়সি এক শিশুসহ তিন অভিবাসী নিহত হয়েছেন৷

সাত মিটার দীর্ঘ একটি অভিবাসী নৌকা ৩৬ জন যাত্রী নিয়ে টিউনিশিয়ার স্ফ্যাক্স উপকূল থেকে যাত্রা করে ৬ জানুয়ারি, শুক্রবার, ইটালির লাম্পেদুসা উপকূল থেকে ৩৮ মাইল দূরে সমুদ্রে ডুবে যায়৷  

এই ঘটনায় আইভরি কোস্ট থেকে আসা ১৪ মাস বয়সি শিশু সারা, ৩৮ বছর বয়সি আইভরি কোস্টের আরেক নাগরিক জনি এবং ক্যামেরুনের নাগরিক মেলেন নিহত হন৷ এদিকে দুর্ঘটনায় বেঁচে ফেরাদের মধ্যে এক নবজাতক শিশুও রয়েছে বলে জানা গেছে৷ 

আরও পড়ুন>>টিউনিশিয়ায় নৌকাডুবিতে মৃত ৫, ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৭ অভিবাসী

এ ঘটনায় সিসিলির এগ্রিজেন্তোর প্রসিকিউটররা অবৈধ অভিবাসন এবং মৃত্যুর অভিযোগে অজ্ঞাতনামা সন্দেহভাজনদের বিরুদ্ধে ঘটনার তদন্ত শুরু করেছে৷

নৌকাডুবির পর টিউনিশিয়ার জেলেদের দুটি মাছ ধরার নৌকা অভিবাসীদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়৷ পরবর্তীতে তিনজন নিহতসহ ছয় অভিবাসীকে ইটালির উপকূলরক্ষীদের বোটে স্থানান্তরিত করে লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়৷

পড়ুন>>সিসিলি: তরুণীকে আপত্তিকর মন্তব্য, পিটিয়ে হত্যা টিউনিশীয়কে

বাকি ৩০ জন যাত্রীকে কয়েক ঘন্টা পরে উদ্ধার করে লাম্পেদুসা দ্বীপে নিয়ে আসে পুলিশ এবং উপকূলরক্ষীরা৷ বেঁচে যাওয়া ১০ জন নারীসহ অন্যান্য ব্যক্তিদের ইটালির কর্তৃপক্ষ নৌকাডুবি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল৷ 

মূলত পারাপারের সময় কী ঘটেছিল, কেন নৌকাটি ডুবেছিল এবং কারা এর নেতৃত্বে ছিল সেটি বোঝার জন্য অভিবাসীদের জিজ্ঞাসাবাদ করে ইটালি কর্তৃপক্ষ৷ 

আরও পড়ুন>>ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধার: ইটালির ডিক্রিতে এনজিওগুলোর নিন্দা

পেলাগি দ্বীপপুঞ্জের মেয়র ফিলিপ্পো মান্নিনো বলেন, ‘‘আমরা একটি যুদ্ধে আছি৷ এটি একটি নীরব যুদ্ধ যা অনেকে উপেক্ষা করে বা উপেক্ষা করার ভান করে৷’’

পরিস্থিতি ঠেকাতে তিনি লাম্পেদুসার জন্য ‘বিশেষ আইন’ দরকার বলে মন্তব্য করেন৷ এই ‘বিশেষ আইন’ সংকট একটি মোকাবিলা করতে সাহায্য করবে এবং এ অঞ্চলের প্রশাসনকে প্রভাবিত করবে বরে তিনি মনে করেন৷ 

মেয়র মান্নিনো একটি টাস্ক ফোর্সের মাধ্যমে দৈনিক উদ্ধার অভিযান এবং অভ্যর্থনাসংস্থার সাথে যৌথভাবে সংকট মোকাবেলার জন্য প্রস্তুত বলে দাবি করেন৷

আরও পড়ুন>>উদ্ধার জাহাজে সন্তান জন্ম দিলেন এক নারী

মেয়র ফিলিপ্পো মান্নিনো দায়িত্ব নেয়ার পর ২০২২ সালে ২০ জন প্রাপ্তবয়স্ক অভিবাসী ও সাত শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে৷

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসির সরকার পৌরসভাকে দেয়া ‘প্রতিশ্রুত সহায়তা’ প্রদান করবে৷


এমএইউ/আরআর (আনসা)


 

অন্যান্য প্রতিবেদন