ফ্রান্সে সম্প্রতি ৩৩ জন অভিবাসীকে বহনকারী একটি গাড়ি আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ এর পলাতক চালককে মানবপাচারে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ৷ তিনি পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে৷
শুক্রবার (৩০ ডিসেম্বর,২০২২) ইটালি সীমান্তে আল্পস পর্বতের পাশে অবস্থিত ফরাসি ডিপার্টমেন্ট হউত-আল্পসের একটি এলাকা থেকে আটক হন ৩৩ জন ভারতীয়, আফগান ও পাকিস্তানি অভিবাসী৷
তবে সে সময় গাড়ির চালক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান৷
মঙ্গলবার প্রসিকিউশন সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, চালককে গত শুক্রবার বৃহত্তর প্যারিস অঞ্চল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে৷
আরও পড়ুন>>ফ্রান্সে ‘ডিপোর্ট’ আতঙ্কে ২৪ ভারতীয় অনিয়মিত অভিবাসী
পাশপাশি গ্যাপ অঞ্চলের পাবলিক প্রসিকিউটর ফ্রোরো ক্রোয়িহি ফ্রান্সে টিভি চ্যানেল বিএফএমকে জানিয়েছে, ‘‘শুক্রবার প্যারিস অঞ্চল থেকে ২২ বছর বয়সি পাকিস্তানি নাগরিককে আটক করা হয়ে৷ তিনি অনিয়মিত অভিবাসীদের বহনকারী গাড়িটি চালাচ্ছিলেন৷’’
অভিবাসীদের উদ্ধারের সময় গাড়ির পেছনে একটি জায়গায় লুকিয়ে ছিলেন তিনি৷ পরবর্তীতে সেখান থেকে ফ্রান্সের আভানসো শহরে পালিয়ে যান৷
পড়ুন>>ফ্রান্স: নতুন ফরাসি অভিবাসন বিলের খসড়া চূড়ান্ত
দক্ষিণ ফ্রান্সের ফ্রেজুস শহরের একটি টানেলের ভিডিও নজরদারির মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করে ফরাসি পুলিশ৷ পরবর্তীতে পুলিশ হেফাজতে আত্নগোপন ও পালিয়ে যাওয়ার তথ্য স্বীকার করেন তিনি৷
আরও পড়ুন>> ফ্রান্স: ট্রেনের ধাক্কায় অভিবাসীর মৃত্যু কি আত্মহত্যা?
অভিবাসীদের অনিয়মিত প্রবেশ, অবস্থান এবং চলাচলে অবৈধ সহায়তার দায়ে গ্যাপ প্রসিকিউটর অফিস প্রাথমিক তদন্ত শুরু করেছে৷ পাবলিক প্রসিকিউটর ফ্রোরো ক্রোয়িহি ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্সইনফোকে এই তথ্য নিশ্চিত করেন৷
এমএইউ/এফএস