আফ্রিকান বংশোদ্ভূত একজন অভিবাসীকে মারধর করার দায়ে তিন ইটালীয়কে দুই বছরের কারাবাসের সাজা দিয়েছে আদালত৷ ওই আফ্রিকান ব্যক্তি ঘটনার কয়েকদিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন৷
ইটালি-ফ্রান্স সীমান্তের কাছে ইম্পেরিয়ার একজন বিচারক আফ্রিকান বংশোদ্ভূত একজন অভিবাসীর উপর হিংসাত্মক হামলার ফলে দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন৷
দক্ষিণ ইটালির পালমির বাসিন্দা ২৯ বছরের ইগনাজিও এ, সিসিলির অ্যাগ্রিজেন্তোর ফ্রান্সেস্কো সি (৪০) এবং জোসেপ্পে এম (৪৫) কে দুই বছরের সাজা দেয়া হয়েছে। ২৩ বছর বয়সি মুসা বালদেকে সহিংস মারধরের জন্য তারা দোষী সাব্যস্ত হন।
বালদে ছিলেন আফ্রিকার গিনির বাসিন্দা। ঘটনার কয়েকদিন পর ২০২১ সালে তুরিনের একটি প্রত্যাবাসন কেন্দ্রে (সিপিআর) তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।
আসামীদের মতে বালদে তাদের একটি ব্যাগ চুরির চেষ্টার পরে তারা ওই ব্যক্তিকে আক্রমণ করেন।
সাজা নিয়ে আইনজীবীরা 'সন্তুষ্ট'
৯ ডিসেম্বর প্রসিকিউটর মাত্তেও গোবি প্রত্যেক অভিযুক্তর জন্য ২ বছর ৮ মাসের কারাদণ্ড চেয়েছিলেন।
আইনজীবী মার্কো বোসিও আসামীদের হয়ে মামলা লড়েছিলেন। তার কথায়, "আমি বিশ্বাস করি যে কোনও ক্ষেত্রেই এটি একটি ভারসাম্যপূর্ণ সাজা ছিল। "
তিনি জানান, ''সাজার পিছনে বিচারকের যুক্তিসম্পন্ন মন্তব্যগুলি পরে পড়া হবে তবে আমরা সাজা নিয়ে সন্তুষ্ট। আমরা দেখব যে সাজা কমাতে আপিল করার কারণ আছে কি না।"
বালদের পরিবারের প্রতিনিধিত্বকারী আইনজীবী, জিয়ানলুচা ভিতালে বলেন, "দুই বছরের সাজা অপরাধের পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ এবং ন্যায্য।"
ভিতালে জানান, "বাদিদের ক্ষতিপূরণের জন্য তিন হাজার ইউরোও দেওয়া হয়েছিল। আঘাত থেকে পুনরুদ্ধারের জন্য ১০ দিন লাগবে বলেছিলেন চিকিৎসকেরা। আমি বিশ্বাস করি সেই অনুমান ঠিক ছিল না। আক্রমণের কতটা গুরুতর, তা বোঝার জন্য সবদিক খতিয়ে দেখা উচিত।
মানবাধিকার কর্মীরা বিচারব্যবস্থায় 'বর্ণবাদ' এবং 'বিভাজনের' নিন্দা
সাজা ঘোষণার কিছুক্ষণ আগে, বিভিন্ন মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন কর্মী আদালতের সামনে অবস্থান করেছিলেন।
মঙ্গলবার সকালে ইম্পেরিয়ার আদালতের সামনে বিক্ষোভ চলাকালীন প্ল্যাকার্ডে ছিল "মুসা বলদেকে খুন করা হয়েছে" এবং "উদাসীন = বর্ণবাদী সমাজের সহযোগী"
ইম্পেরিয়া সলিডেল অ্যাসোসিয়েশনের সিলভানা ভিনাইয়ের দাবি, "বর্ণবাদের বিষয়টি বিবেচনায় না নেওয়ার কারণে এই সাজা অন্যায্য হিসাবে দেখা হয়েছিল। কোন প্রেক্ষাপটে হামলা চলে তা স্পষ্ট ছিল।
আরকেসি/এফএস (আনসা)"