শ্রীলঙ্কা থেকে ইঞ্জিনচালিত বোটে ভারত মহাসাগরের ফরাসি ডিপার্টমেন্ট লা রেওনিওঁ দ্বীপে আসা ৫৩জন অভিবাসীর মধ্যে ৪৬জনকে শ্রীলঙ্কায় ফেরত পাঠানো হয়েছে। এসকল অভিবাসীরা ফরাসি আশ্রয় দপ্তর থেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের অনুমতি চেয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন।
গত বছরের ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কা থেকে সমুদ্রপথে ফরাসি দ্বীপ লা রেওনিওঁতে প্রবেশ করেছিলেন ৫৩জন অভিবাসী।
অনিয়মিত উপায়ে দ্বীপে প্রবেশের পর আশ্রয়প্রার্থীদেরকে দ্বীপের একমাত্র অপেক্ষাকেন্দ্রে রাখা হয়৷ পরবর্তীতে তারা মূল ফরাসি ভূখণ্ডে অবস্থিত আশ্রয় আবেদন বিষয়ক ফরাসি দপ্তর অফপ্রা-এর নিকট আশ্রয় আবেদন জমা দেয়ার অনুমতি চেয়ে ব্যর্থ হন।
আশ্রয় আবেদনের অনুমতি না পাওয়ায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ফরাসি ভূখন্ড ত্যাগের ‘ওকিউটিএফ’ নোটিশ ইস্যু করে কর্তৃপক্ষ।
আরও পড়ুন>> রেওনিওঁ দ্বীপের প্রশাসনিক কেন্দ্র থেকে পালিয়েছেন পাঁচ শ্রীলঙ্কান আশ্রয়প্রার্থী
যার ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি, শুক্রবার সকালে দ্বীপের রোলাঁ গারো বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমান ৪৬ অনিয়মিত অভিবাসীকে নিয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে রওনা দেয়।
৫৩ অভিবাসীর মধ্যে তিনজন নাবালক ফরাসি কর্তৃপক্ষের সামাজিক নিরাপত্তার আওতায় আছে এবং বাকি চার অভিবাসীরকে রাজনৈতিক আশ্রয় জমাদানের অনুমতি প্রদান করা হয়েছে৷
২০২২ সালের আগস্ট থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কা থেকে অনিয়মিত উপায়ে ১২২ জন অভিবাসী লা রেওনিওঁ দ্বীপে প্রবেশ করেছে। যাদের মধ্যে ৬৬জনকে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে।
পড়ুন>>ফ্রান্সে মানবপাচারে জড়িত সন্দেহে আটক এক পাকিস্তানি
লা রেওনিওঁ দ্বীপের প্রশাসনিক প্রধান বা ‘প্রিফে’ জেরোম ফিলিপিনি শুক্রবার বিকেল সাড়ে চারটায় শ্রীলঙ্কার অভিবাসীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
অপরদিকে, নতুন একটি বোটে শ্রীলঙ্কার কিছু অভিবাসী রেওনিওঁ দ্বীপে অগ্রসর হচ্ছে বলে জানা গিয়েছে।
রিয়েল-টাইম ট্র্যাকিং নামক একটি ওয়েবসাইট জানিয়েছে, একটি নৌকা দ্বীপের দিকে এগিয়ে আসছে। এটি আজ শুক্রবার সকালে মরিশাসের পশ্চিমে অবস্থান করছিল।
আরও পড়ুন>>ফ্রান্স: নতুন ফরাসি অভিবাসন বিলের খসড়া চূড়ান্ত
দ্বীপে অনিয়মিত উপায়ে আসা অভিবাসীদের দ্রুত গতিতে ডিপোর্ট বা ফেরত পাঠাতে দৃড় প্রত্যয় ব্যক্ত করেছে ফরাসি প্রশাসন।
উল্লেখ্য, লা রেউনিওঁ ও মায়োত ভারত মহাসাগরে মাদাগাস্কার দ্বীপের পূর্বে অবস্থিত দুটি আলাদা ফরাসি প্রশাসনিক কেন্দ্র৷ মূল ইউরোপীয় ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফ্রান্সের দশটি উপনিবেশ আছে, যেগুলি বেশিরভাগই সাবেক ফরাসি সাম্রাজ্যের অংশ৷ এরকম দুটি ডিপার্টমেন্ট বা প্রশাসনিক অঞ্চল হলো লা রেউনিওঁ ও মায়োত৷
এমএইউ/আরআর (লা রেওনিওঁ প্রমিয়ের)