অভিবাসনের জন্য ইউরোপের দেশ জার্মানি অনেকের কাছেই প্রিয় গন্তব্য৷ এই ধারাবাহিকতায় দেশটিতে অভিবাসীদের বাড়ছে নাগরিকত্ব পাওয়ার সংখ্যা৷
সরকারের তথ্য অনুযায়ী, ২০২১ সালে এক লাখ ৩১ হাজার ৫৯৫জন অভিবাসীকে নাগরিকত্ব প্রদান করেছে জার্মানি৷ ২০২০ সালে এই সংখ্যা ছিল এক লাখ ১০ হাজার৷
সরকার বলছে, ২০২০ সালে করোনা ভাইরাস মহামারির সময়ে নাগরিকত্ব প্রদানের বিষয়ে দাপ্তরিক কার্যক্রম ধীর হওয়ায় ২০২১ সালে এই সংখ্যা বেড়ে থাকতে পারে৷
পড়ুন: বিদেশি কর্মীদের কাছে কি জার্মানি আকর্ষণীয়?
এদিকে সরকারের পরিসংখ্যান বলছে, ২০২১ সালে জার্মানির নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইউরোপের দেশগুলো থেকে৷ ইউরোপের দেশগুলো থেকে আসা মোট নাগরিত্ব পাওয়ার লোকের সংখ্যা ৬৩ হাজার৷
এরপর রয়েছে এশিয়ার দেশগুলো৷ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা ৪৭ হাজার ব্যক্তিকে ২০২১ সালে নাগরিকত্ব প্রদান করেছে জার্মান সরকার৷
অভিবাসীদের কাছে আকর্ষণীয় হওয়ার কারনে জার্মানিতে অভিবাসন ব্যাকগ্রাউন্ডের লোকের সংখ্যা বাড়ছে৷ সরকারের হিসেব অনুযায়ী, ২০২১ সালে জার্মানিতে বসবাসরত মোট জনসংখ্যার ২৭ দশমিক ৩ ভাগের অভিবাসন ব্যাকগ্রাউন্ড রয়েছে৷ এই সংখ্যা ২০২০ সালের তুলনায় শুন্য দশমিক ছয় ভাগ বেশি৷
পড়ুন: কর্মী সংকটে ইউরোপ: জার্মানির প্রেক্ষাপট
সরকারের প্রতিবেদনে অভিবাসন ব্যাকগ্রাউন্ড বলতে কী বুঝায় সে বিষযে একটি সংজ্ঞাও দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, যেসকল ব্যাক্তি জার্মানিতে জন্মগ্রহণ করেননি, কিংবা যাদের মা অথবা বাবা দুজনের কেউই সে ব্যাক্তির জন্মের সময়ে জার্মান নাগরিকত্ব ছিল না, তাদেরকে ‘অভিবাসন ব্যাকগ্রাউন্ডের’ বলে চিহ্নিত করা হয়েছে৷
আরআর/এসিবি (ইপিডি)