মেড৫ সামিটে ভূমধ্যসাগরের ইইউ দেশগুলোর সাথে উপস্থিত মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী বায়রন ক্যামিলেরি। ছবি: টুইটার@byroncamilleri
মেড৫ সামিটে ভূমধ্যসাগরের ইইউ দেশগুলোর সাথে উপস্থিত মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী বায়রন ক্যামিলেরি। ছবি: টুইটার@byroncamilleri

২০২২ সালে মাল্টায় আসা অনিয়মিত অভিবাসীদের অর্ধেকেরও বেশি এশিযয়ার বিভিন্ন দেশ থেকে এসেছেন বলে জানা গেছে৷ দ্বীপরাষ্ট্রটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনিয়মিত অভিবাসীরা এমন জায়গা থেকে এসেছেন যেখানে কোনো যুদ্ধাবস্থা নেই৷

মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী বায়রন ক্যামিলেরি দাবি করেছেন, গত বছর মাল্টায় আসা অনিয়মিত অভিবাসীদের ৫১ শতাংশ এমন জায়গা থেকে এসেছেন যেখানে তারা কোনো ধরনের নিপীড়নের শিকার হয়নি৷

আরও পড়ুন>>উদ্ধার জাহাজে সন্তান জন্ম দিলেন এক নারী

তিনি বলেন, বহু অনিয়মিত অভিবাসী এশিয়ার থেকে বিমানযোগে লিবিয়ায় এসে পরবর্তীতে সেখান থেকে ইউরোপে যাওয়ার উপায় খুঁজতে মানবপাচারকারীদের সহযোগিতা নেয়৷

অভিযোগ উদ্ধার জাহাগুলোর বিরুদ্ধে

গত সপ্তাহে এক মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যামিলিরিও আরও বলেন, ভূমধ্যসাগরে পরিচালিত বেসরকারি এনজিও জাহাজগুলো অনিয়মিত অভিবাসীদের জন্য একটি আকর্ষণীয় ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়িয়েছে৷ 

তিনি বলেন, গত কয়েক বছরে মানবপাচারকারীদের মাধ্যমে পরিচালিত সহজলভ্য অনিয়মিত অভিবাসী পারাপার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে৷ একইভাবে ভূমধ্যসাগরে এনজিও উদ্ধারকারী জাহাজের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷

পড়ুন>>মাল্টায় অনিয়মিত অভিবাসনবিরোধী অভিযান: বাংলাদেশিসহ আটক দেড়শতাধিক

তবে এনজিওগুলোর বরাত দিয়ে দ্য মাল্টা ইনডিপেনডেন্ট অন সানডে পত্রিকা জানিয়েছে, ‘‘মন্ত্রী মিথ্যা তথ্য প্রচার করছেন৷’’ 

‘উদ্ধার জাহাজ নিয়ে ইটালির ডিক্রি’

ক্যামিলেরি আরও যোগ করেন, সাম্প্রতিক একটি উদাহরণ হচ্ছে ইটালীয় দ্বীপ ল্যাম্পেদুসায় অভিবাসী আগমনের সংখ্যাও বেড়েছে যেহেতু এনজিওগুলোর উদ্ধারকারী জাহাজ সেই এলাকায় টহল দিচ্ছে৷

এসওএস মেডিটেরানি পরিচালিত মানবিক উদ্ধার ওশান ভাইকিং উদ্ধারকৃত অভিবাসীদের অ্যাঙ্কোনা বন্দরে নোঙর করার পর ইটালীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি এক বিবৃতিতে একই মন্তব্য করেছিলেন৷

ক্যামিলেরি ইটালির ডিক্রির পক্ষে সোচ্চারভাবে সমর্থন করেছেন, যা ২ জানুয়ারি ইটালি সংসদে পাস হয়েছিল৷

আরও পড়ুন>>সমুদ্র থেকে অভিবাসীদের আটক করতে সাহায্য ইইউ ড্রোনের: এইচআরডাব্লিউ

নতুন আইনে দাবি করা হয়েছে, এনজিও-চালিত উদ্ধারকারী জাহাজগুলিকে প্রতিটি উদ্ধারের পরে অবিলম্বে ইটালির একটি নির্ধারিত বন্দরে যেতে হবে৷ একটি উদ্ধার অভিযানের পর অভিবাসীদের বন্দরে না নামিয়ে নতুন কোন উদ্ধার অভিযান পরিচালনার অনুমতি দেওয়া হবে না৷


এমএইউ/আরআর (দ্য মাল্টা ইনডিপেনডেন্ট)



 

অন্যান্য প্রতিবেদন