ইটালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে৷ ফাইল ফটো৷ ভিনসেনজো সিরকোসতা/এএ/পিকচার অ্যালায়েন্স
ইটালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে৷ ফাইল ফটো৷ ভিনসেনজো সিরকোসতা/এএ/পিকচার অ্যালায়েন্স

অনিয়মিত পথে অভিবাসন ঠেকাতে নেভাল ব্লকেড বা জলপথ বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি৷ কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে৷

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছরের শুরু থেকেই হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সাগর পাড়ি দিয়ে ভূমধ্যসাগর তীরের রাষ্ট্র ইটালিতে পৌঁছেছেন৷ গত বছরের দশ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে দেশটিতে অভিবাসনপ্রত্যাশীর আগমনের সংখ্যা তার আগের বছরের একই সময়ের তুলনায় দেড়গুণ বেড়েছে৷

জর্জা মেলোনির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে নৌকায় করে ২০ হাজার অভিবাসনপ্রত্যাশী ইটালি পৌঁছেছেন৷ তার আগের বছরের একই সময়ে এসেছিলেন মোট ১২ হাজার ৬০০ অভিবাসনপ্রত্যাশী৷ 

পড়ুন: দক্ষিণ সিসিলিতে অভিবাসীদের মোবাইল ক্লিনিকে চিকিৎসা

সাগর পাড়ি দিয়ে ইটালি পৌঁছানোর এই সংখ্যা নতুন বছরে অর্থাৎ ২০২৩ সালেও অব্যাহত রয়েছে৷ চলতি বছরের প্রথম ১০ দিনে মোট তিন হাজার নয় জন অভিবাসনপ্রত্যাশী ইটালি পৌঁছেছেন৷ লক্ষনীয় যে, ২০২২ সালের প্রথম ১০ দিনে সাগর পাড়ি দিয়ে ইটালিতে পৌঁছা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ৩৭৮ জন৷        

ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির দাবি, আবহাওয়া অনুকূল থাকার কারণে নৌকায় করে ইটালিতে অভিবাসনপ্রত্যাশীর আগমন বেড়েছে৷ 

সরকারের তৎপরতা বাড়ছে

ইটালি সরকারের দাবি, সমুদ্রে উদ্ধারকাজে নিয়োজিত বেসরকারি জাহাজগুলোর সাহায্য পাওয়া যায় বলে অনেক অভিবাসনপ্রত্যাশী ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় উৎসাহিত হচ্ছেন৷    

পরিস্থিতি সামলাতে ইতিমধ্যে সরকার একটি ডিক্রি জারি করেছে৷ ডিক্রিতে বলা হয়, কোনো জাহাজ একবারের বেশি অভিযানে অংশগ্রহণ করতে পারবে না৷ অর্থাৎ একবার উদ্ধার অভিযান শেষ হলে জাহাজকে কোনো বন্দরে নোঙ্গর করতে হবে৷    

পড়ুন: ইটালির যে কেন্দ্রে 'শান্তির খোঁজ' পান অভিবাসী নারীরা

১১ জানুয়ারি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এ সংক্রান্ত বিষয়ে নিয়ে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তার সাথে আলোচনায় বসেন৷   

তাছাড়া অনিয়মিত অভিবাসন ঠেকাতে যে দেশগুলো থেকে অভিবাসনপ্রত্যাশীরা আসছেন সেই দেশগুলোর সাথে চুক্তির পরিকল্পনা করছে ইটালি সরকার৷   

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাইয়ানি আফ্রিকার দেশ টিউনিশিয়া, লিবিয়া এবং এশিয়ার দেশ তুরস্ক সফরের কথা রয়েছে৷ এই দেশগুলোর অনিয়মিত অভিবাসন ঠেকাতে সহায়তা চাইদে পারেন তিনি৷ তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোজিও একই লক্ষ্যে তুরস্ক সফর করতে পারেন৷

আরআর/এডিকে (আনসা, আনাদুলো এজেন্সি)

 

অন্যান্য প্রতিবেদন