বসবাসের অনুমতি পাওয়া আশ্রয়প্রার্থীদের পারিবারিক পুনর্মিলন ভিসায় আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেয়ার ঘোষণা দিল নেদারল্যান্ডস৷ ডাচ আদালতের এক রায়ের প্রেক্ষিতে এই ঘোষণা দেয়া হয়েছে৷
নেদারল্যান্ডসের বিচার ও নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী এরিক ফন ডেয়ার বুর্গ জানিয়েছেন, তার সরকার আশ্রয়প্রার্থীদের পারিবারিক পুনর্মিলনে দেয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে৷ ডাচ প্রশাসনিক আদালতের পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান তিনি৷
গত বছর ডাচ সরকার একটি নিয়ম চালু করে৷ তাতে বলা হয়, বসবাসের জায়গা না থাকলে পারিবারিক পুনর্মিলনের জন শরণার্থীদের ন্যূনতম ১৫ মাস অপেক্ষা করতে হবে৷ সেই সঙ্গে যারা পর্যাপ্ত আবাসন ব্যবস্থার প্রমাণ দিতে পারবেন তারাই শুধু স্বজনদের আনার অনুমতি পাবেন৷
আবাসন সংকট ও আশ্রয়কেন্দ্রগুলোর জনাকীর্ণ পরিস্থিতির কারণে গত বছরের আগস্টের শেষ দিকে পারিবারিক পুনর্মিলনের উপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়৷ তবে ইউরোপীয় এবং আন্তর্জাতিক আইনের অধীনে এটিকে অবৈধ বলে রায় দেয় আদালত৷
গত বছরের শেষ দিকে নেদারল্যান্ডসে আশ্রয় শিবিরগুলোতে বাসিন্দাদের সংখ্যা ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যায়৷ এ নিয়ে গত মাসে একটি ডাচ আদালতের আরেকটি রায়ে বলা হয়েছে, নেদারল্যান্ডসে আসা অন্য আশ্রয়প্রার্থীদেরও ইউক্রেনীয় শরণার্থীদের মতো বাসস্থানের ব্যবস্থা করতে হবে৷
এদিকে আশ্রয়প্রার্থীদের পারিবারিক পুনর্মিলনের অনুমতি দেয়া হলেও আবাসন সংকট পরিস্থিতিকে আরো নাজুক করে তুলবে বলে মনে করছে ডাচ রিফিউজি কাউন্সিল৷ এজন্য সরকারের বিভিন্ন সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নেয়ার পরামর্শ দিতে হবে৷
তবে দেশটির সরকার এই সমস্যা সমাধানে আশ্রয়প্রার্থীদের আগমনের গতি হ্রাস করার অন্য কৌশল খুঁজছে বলে উল্লেখ করেছে অস্ট্রিয়ান সংবাদ মাধ্যম ডেয়ার স্টান্ডার্ড৷
এফএস/কেএম (ডিপিএ, এপি)