ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স জানিয়েছে, ২০১৬ সালের পর অঞ্চলটিতে অনিয়মিত উপায়ে সর্বোচ্চ সীমান্ত পারপার ঘটেছে গত বছর৷ বিপজ্জনক উপায়ে সেন্ট্রাল ভূমধ্যসাগর দিয়ে ইইউ পৌঁছানোর প্রচেষ্টায় বাংলাদেশিদের অবস্থান ছিল তৃতীয়।
গত বছর অনিয়মিত উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা ২০২১ সালের তুলনায় ৬৪ শতাংশ বেড়েছে৷ ২০২২ সালে মোট তিন লাখ ৩০ হাজার অনিয়মিত সীমান্ত পরাপার শনাক্ত করেছে ফ্রন্টেক্স, যা ২০১৬ সালের পর সর্বোচ্চ৷ সংস্থাটি তাদের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে এমন তথ্য জানিয়েছে৷
বিবৃতিতে ফ্রন্টেক্স বলেছে, “টানা দ্বিতীয় বছর ধরে সীমান্তে অনিয়মিত প্রবেশের চেষ্টার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।”
আরও পড়ুন>>সরকারের বাধা সত্ত্বেও ইটালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসী আগমন
গত বছর অভিবাসীদের পারাপারের ৪৫ শতাংশই ঘটেছে পশ্চিম বলকান অঞ্চলে৷ অর্থাৎ, বসনিয়া, নর্থ মেসিডোনিয়া, আলবেনিয়া, সার্বিয়া ক্রোয়েশিয়া হয়ে তারা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করেছেন৷ এই পথে এক লাখ ৪৫ হাজার পারপারের ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ১৩৬ শতাংশ বা প্রায় তিনগুণ বেশি৷
বেড়েছে সেন্ট্রাল ভূমধ্যসাগর রুটেও
উন্নত জীবনের আশায় লিবিয়া বা টিউনিশিয়া থেকে অভিবাসীরা বিপজ্জনক উপায়ে সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি ইটালি পৌঁছানোর চেষ্টা করেন৷ উত্তর আফ্রিকার দেশগুলো ছাড়াও মানবপাচারকারীদের মাধ্যমে এশিয়ার অনেক দেশের অভিবাসীরাও এই পথে সমুদ্র পাড়ি দিচ্ছেন৷ গত কয়েক বছর ধরেই এই তালিকার শুরুর দিকে আছেন বাংলাদেশিরা৷
পড়ুন>>অভিবাসীকে মারধরের দায়ে তিন ইটালীয়র দুই বছরের সাজা
গত বছর এই পথে এক লাখের বেশি সীমান্ত পারাপারে ঘটনা শনাক্ত করেছে ফ্রন্টেক্স, যা তার আগের বছরের চেয়ে ৫১ শতাংশ বেশি৷ গত বছর বিপজ্জনক এই সমুদ্র পারাপারে শীর্ষে ছিলেন মিশর ও টিউনিশিয়ার নাগরিকেরা৷ এরপরই তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশিরা৷
ফ্রন্টেক্স বলছে, বিগত পাঁচ বছরের মধ্যে ২০২২ সালে সবচেয়ে বেশি অভিবাসী লিবিয়া থেকে ইউরোপে এসেছেন৷
আরও পড়ুন>>ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধার: ইটালির ডিক্রিতে এনজিওগুলোর নিন্দা
অপরদিকে, টিউনিশিয়া ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ফ্রন্টেক্স।
সিরীয়দের সংখ্যা বেড়ে দ্বিগুণ
ইইউ সীমান্তে অনিয়মিত প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের মধ্যে ৪৭ শতাংশ সি্রিয়া, আফগানিস্তান এবং টিউনিশিয়ার নাগরিক৷
ফ্রন্টেক্স জানিয়ড়িয়েছে, অনিয়মিত উপায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা সিরীয়দের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৯৪ হাজারে দাঁড়িয়েছে৷
পড়ুন>>এজিয়ান সাগরে ‘মানবপাচারকারীর’ নৌকায় গ্রিক উপকূলরক্ষীদের গুলি
ফ্রন্টেক্স বলেছে, ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের প্রচেষ্টা করা ৮০ শতাংশেরও বেশি অভিবাসী পুরুষ৷ অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের অনিয়মিত প্রবেশ প্রচেষ্টা নয় শতাংশে নেমে এসেছে৷
উল্লেখ্য, ফ্রন্টেক্স ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সংখ্যার চেয়ে প্রবেশের প্রচেষ্টা গণনা করে কারণ প্রায়শই অভিবাসীদের ব্যক্তি হিসেবে শনাক্ত করা কঠিন৷ কারণ অনেকেই নিয়মিতভাবে পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করেন এবং কেউ কেউ একাধিকবার প্রবেশের চেষ্টা করে থাকতে পারেন৷ আবার অনেক অভিবাসীরা দলবেঁধে সীমান্ত পারাপারের চেষ্টা করেন৷
ফ্রন্টেক্সের সর্বশেষ পরিসংখ্যানে কয়েক মিলিয়ন ইউক্রেনীয় শরণার্থীদের অন্তর্ভুক্ত করা হয়নি।
এমএইউ/এফএস (এপি, এফপি)