তুরস্কের সীমান্তে বেড়া মেরামত করছেন একজন বুলগেরিয়ান সৈন্য | ছবি: ইপিএ/ভাজিল দোনেভ
তুরস্কের সীমান্তে বেড়া মেরামত করছেন একজন বুলগেরিয়ান সৈন্য | ছবি: ইপিএ/ভাজিল দোনেভ

অনিয়মিত অভিবাসীদের পাচারের বিরুদ্ধে ‘হাওয়ালা’ নামে বড় আকারের একটি যৌথ অভিযান পরিচালনা করেছে বুলগেরিয়া৷ সোমবার দেশজুড়ে এই অভিযান চালায় সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রসিকিউটর অফিস৷

সোমবার দেশজুড়ে বড়সড় মানবপাচার বিরোধী অভিযান পরিচালনা করেছে বুলগেরিয়া কর্তৃপক্ষ৷ এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘হাওয়ালা’৷ 

প্রকৃতপক্ষে, হাওয়ালা হচ্ছে মানবপাচারকারীদের ব্যবহৃত অর্থ স্থানান্তর পদ্ধতি, যা আইনত পুরোপুরি বৈধ নয়৷ বহুল ব্যবহৃত হওয়ায় এই শব্দটিকে বেছে নেয়া হয়৷ 

অভিযানে এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে৷ আটককৃতরা তুরস্ক-বুলগেরিয়া সীমান্তে অবৈধ পারাপারের ব্যবস্থা করেছিলেন বলে তথ্য দিয়েছে পুলিশ৷ 

আরও পড়ুন>>শেঙেন জোনে ক্রোয়েশিয়া, ব্যর্থ রোমানিয়া ও বুলগেরিয়া

অভিযানে অভিবাসীদের বুলগেরিয়ার অভ্যন্তরে নিয়ে যেতে ব্যবহৃত যানবাহনের চালকদেরও গ্রেপ্তার করা হয়েছে৷ পাশাপাশি দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অনেক অভিবাসীদেরও শনাক্ত করা হয়৷

যৌথ অভিযানে একজন সন্দেহভাজন মানবপাচারকারীকে রাজধানী সোফিয়ার বি৫ নামের আবাসিক এলাকা থেকে আটক করা হয়৷ তিনি সিরিয়ার নাগরিক এবং শরণার্থী স্বীকৃতি পেয়ে দেশটিতে অবস্থান করছিলেন৷ তিন মাস ধরে ওই এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন তিনি৷

সোফিয়া জানিয়েছে, অভিযানের লক্ষ্যবস্তুতে থাকা পাচারকারীরা মূলত তুরস্ক থেকে অভিবাসীদের বুলগেরিয়া, সার্বিয়া ও রোমানিয়া হয়ে মধ্য ও পশ্চিম ইউরোপের দেশগুলোতে নিয়ে যাচ্ছিল৷

পড়ুন>>বুলগেরিয়ায় ৭০ অনিয়মিত অভিবাসী আটক

প্রাথমিকভাবে বুলগেরিয়া কর্তৃপক্ষ এই অভিযানের খবর অস্বীকার করেছিল৷ কিন্তু পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রসিকিউটর জেনারেল উভয়ই এ ব্যাপারে বিবৃতি প্রদান করেন৷ 

বুলগেরিয়ার ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ডেমেরডঝিয়েভ বলেন, ‘‘অভিবাসী চোরাচালানের সাথে জড়িত গুরুতর গোষ্ঠীগুলির কার্যকলাপে বাধা দেয়া হয়েছে৷ অভিযান কেবল আজই শেষ নয়, এটি অব্যাহত থাকে৷ এটি কেবল বুলগেরিয়ার ভূখণ্ডে নয়, তুরস্কের ভূখণ্ডেও পরিচালনা করা হবে৷ তুরস্ক থেকে এমন আশ্বাস রয়েছে এবং অভিযানের ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে৷’’

আরও পড়ুন>>বুলগেরিয়া থেকে সার্বিয়ায় মানবপাচারে জড়িত চক্র আটক

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি যে অবৈধ অভিবাসনের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য একটি উপায়ের অংশ এটি৷ আমি আজ আমাদের গ্রিক প্রতিপক্ষের সাথেও এই বিষয়ে আলোচনা করেছি৷ বুলগেরিয়া এবং গ্রিসের ভূখণ্ডেও এই ধরনের কর্মপরিকল্পনা করা হবে৷ কারণ সীমান্ত পারাপার প্রচেষ্টার অপরাধ শুধু সহযোগিতার মাধ্যমে সমাধান করা সম্ভব৷’’ 


তিনি যোগ করেন, ‘‘স্পষ্ট প্রতিশ্রুতি এবং সমর্থনের জন্য আমি আবারও গ্রিসের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের প্রধানমন্ত্রী মিৎসোটাকিস উভয়কে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, যা শুধু বুলগেরিয়ার শেঙেন সদস্য হওয়ার সমাধান করবে না পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতেও অবদান রাখবে৷’’

পড়ুন>>বুলগেরিয়ায় পুলিশের ধাওয়ায় অন্তঃসত্ত্বা নারী অভিবাসী ও শিশু আহত

দেশটির প্রসিকিউটর জেনারেল টুইটারে বলেন, “আমি সারা দেশ থেকে আসা আমার সহকারী প্রসিকিউটর ও তদন্তকারীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে থাকা শত শত পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানাই৷ শুধু যৌথ কাজ এবং অংশীদারিত্বই বুলগেরিয়ার স্বার্থ ও জনগণকে রক্ষা করতে পারে৷’’


গত সপ্তাহে ইভান গেশেভ তুর্কি কর্তৃপক্ষের সাথে একটি বৈঠকের জন্য আঙ্কারায় ছিলেন৷ এছাড়া গত মাসে অবৈধ অভিবাসন মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ডেমেরডঝিয়েভ এবং তার তুর্কি প্রতিপক্ষের মধ্যে বেশ কয়েকটি দীর্ঘ আলোচনা হয়েছে৷

বুলগেরিয়া এবং তুরস্কের ভূখণ্ডে মানবপাচার ও অনিয়মিত অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোফিয়া৷


এমএইউ/এফএস       বুলগেরিয়া ন্যাশনাল টেলিভিশন (বিএইচটি)








 

অন্যান্য প্রতিবেদন