শরণার্থী শোষণসহ একাধিক অভিযোগের ভিত্তিতে মোট ২৭ জনকে আটক করেছে স্প্যানিশ পুলিশ৷ তারা বলছে, আটক হওয়া এসকল ব্যক্তি অবৈধ তামাক কারখানা পরিচালনা করত৷ এসকল কারকানায় ইউক্রেনীয় শরণার্থীরা ভয়াবহ পরিস্থিতিতে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য হয়েছিলেন৷ গ্রেপ্তার এড়াতে শরণার্থীদের কারখানার বাইরে যেতে দেওয়া হত না৷
স্পেনের পুলিশ জানিয়েছে, অপরাধমূলক নেটওয়ার্কটি অবৈধ সিগারেট কারখানায় ইউক্রেনের শরণার্থীদের শোষণ করেছিল৷
স্পেনের সিভিল গার্ড রবিবার (২২ জানুয়ারি) ঘোষণা করেছে, প্রচুর তামাক পাচার করেছে ওই চক্র৷
তদন্তে ইউরোপোলও হাত মিলিয়েছিল৷ স্পেনের তিনটি অঞ্চল থেকে মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
পুলিশ এই অভিযানের সময় ১০ টন তামাক পাতা এবং ৩৭ দশমিক ৫ মিলিয়ন ইউরো দামের ৩ দশমিক ৫ মিলিয়ন সিগারেটের প্যাকেট, বিলাসবহুল গাড়ি, গয়না এবং বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করেছে৷ এই অপরাধমূলক চক্র ভাঙতে মোট ২০টির বেশি বাড়ি, শিল্প ভবন ও দোকানে তল্লাশি চালানো হয়েছে৷
অভিবাসীরা কারখানায় ‘একসঙ্গে আটকে’
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের কারণে ইউক্রেন থেকে পালিয়ে আসা আশ্রয়প্রার্থীরা এই নেটওয়ার্ক দ্বারা পরিচালিত তিনটি তামাক কারখানায় কাজ করেছিল৷ কারখানার মধ্যে একটি আশ্রয়কেন্দ্রে তাদের বদ্ধ ঘরে আটকে রাখার অভিযোগ এনেছে পুলিশ৷
গ্রেপ্তার এড়াতে, সেখানে কাজ করা শরণার্থী এবং অভিবাসীদের কারখানা চত্বর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি৷ বিবৃতিতে জানানো হয়েছে, কেউ কেউ অবৈধ উপায়ে স্পেনে প্রবেশ করেছিল এবং অত্যন্ত দীর্ঘ সময় কাজ করতে বাধ্য হয়েছিল৷
কারখানাগুলি স্পেনের উত্তরে লা রিওজা অঞ্চলে, এছাড়া সেভিয়ে এবং ভালেন্সিয়াতে অবস্থিত৷ কারখানাগুলো উন্নত যন্ত্রপাতি দিয়ে সজ্জিত ছিল৷ সেখানে প্রতিদিন পাঁচ লাখ ৪০ হাজার প্যাকেট সিগারেট উত্পাদন করা সম্ভব৷
বিবৃতি অনুসারে, সিগারেটগুলি স্পেনজুড়ে এবং বিদেশে বিক্রি করা হয়েছিল৷
পুলিশ বলেছে, নেটওয়ার্কটি বিশাল একটি গাঁজা খামার গড়ে তুলে উৎপাদনে বৈচিত্র্য আনতে চেয়েছিল৷
নেটওয়ার্কের নেতারা বিপুল অংকের আর্থিক প্রতারণার মামলায় জড়িত৷ কোস্টা দেল সোলের সমুদ্রতীরবর্তী মারবেইয়ার রিসোর্টে তারা ‘বিলাসবহুল জীবন’ কাটাতেন বলে জানা গেছে৷
জাতিসংঘ জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের পর এক লাখ ৬০ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থী স্পেনে নিবন্ধিত হয়েছেন৷
আরকেসি/আর আর ( এএফপি)