প্যারিসের উত্তরে পন্তা এলাকায় অবস্থিত  অভিভাবকহীন নাবালকদের জন্য নির্ধারিত একটি আবাসন কেন্দ্রের দৃশ্য। ছবিঃ  Augustin Le Gall / Haytham pictures
প্যারিসের উত্তরে পন্তা এলাকায় অবস্থিত অভিভাবকহীন নাবালকদের জন্য নির্ধারিত একটি আবাসন কেন্দ্রের দৃশ্য। ছবিঃ Augustin Le Gall / Haytham pictures

ইটালি সীমান্তে অবস্থিত ফরাসি ডিপার্টমেন্ট আল্পস-মারিতিমে রেকর্ড সংখ্যক অভিভাবকহীন বিদেশি নাবালকের আগমনে নতুনদের জায়গা দিতে সমস্যায় পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বর্তমান এই ডিপার্টমেন্টের মাধ্যমে ৬৯০ জন অভিবাসী নাবালক সরকারি দাক্ষিণ্যে রয়েছে।

১৮ জন অভিবাসীকে মেনটনের একটি সীমান্ত পুলিশ অফিসে রাখা হয়েছিল, যা বিভাগের কাঠামোতে স্থানের অভাবের সমস্যাটি প্রকাশ করে।

প্রতিবেশী ইটালি থেকে রেকর্ড সংখ্যক অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর আগমনে সংকট দেখা দিয়েছে ফ্রান্সের আল্পস মারিতিম ডিপার্টমেন্টের অভ্যর্থনা কাঠামোগুলোতে। 

স্থানীয় নিস মাতা জানিয়েছে, বর্তমানে এই অঞ্চলের কর্তৃপক্ষের আওতায় ৬৯০ জন বিদেশি অভিভাবকহীন নাবালকের দায়িত্ব নেয়া হয়েছে। যেটি অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। 

আরও পড়ুন>>প্যারিসঃ "শিক্ষা বঞ্চিত অপ্রাপ্তবয়স্কদের জন্য বিকল্প স্কুল"

স্থানীয় প্রেফেকচুর কর্তৃপক্ষ চলতি বছরের জানুয়ারিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপ্রাপ্তবয়স্ক অভিবাসন প্রবাহের মুখোমুখি হওয়ার ইঙ্গিত দিয়েছে। 

আশ্রয় কাঠামো ও অভ্যর্থনা ব্যবস্থায় বিপুল পরিমাণে আবেদন সত্ত্বেও এসব কিশোরদের স্বাগত জানানোর দায়িত্ব সংশ্লিষ্ট অধিদফতরের।

২০২২ সালে পাঁচ হাজারের কাছাকাছি নাবালক 

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে চার হাজার ৯০৯ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ককে আশ্রয় দিয়েছে এ অঞ্চলের ফরাসি প্রশাসন। 

পড়ুন>>ফ্রান্স: অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের আশ্রয় প্রতিদিনের চ্যালেঞ্জ

যাদের বেশিরভাগই প্রধানত আফ্রিকান বংশোদ্ভূত নাবালক। এসব কিশোরদের আগমনের সঙ্গে সঙ্গে তাদের জরুরি বাসস্থান দেয়া হয়েছে। 

২০২১ সালে আসা নাবালকদের সংখ্যা ছিল চার হাজার ৪৯ জন।এই সংখ্যাটি ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০২১ সালে ৪৪২ জন নাবালককে দীর্ঘমেয়াদি বাসস্থানের সুবিধায় আনা হয়েছিল। গত বছর এই সংখ্যাটি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৬১৭ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন>>প্যারিসে বিদেশি নাবালকদের শোষণের অভিযোগে গ্রেপ্তার সাত পাচারকারী

বার্তাসংস্থা এফপিকে জানিয়েছে, “বিগত আট বছরে অভিবাসন প্রবাহের বিস্ফোরণের ধারাবাহিকতায় আল্পস মারিতিম অঞ্চলে বিদেশি নাবালকদের সংখ্যা ২৮ গুণ বেড়েছে।”

বর্তমানে চলমান অপর্যাপ্ত অভ্যর্থনা ব্যবস্থার নিন্দা জানিয়েছেন স্থানীয় অভিবাসন সংস্থা তুস মিগ্রঁ এর সভাপতি দাভিড নাকোশ। 

নাবালকদের নিয়ে কাজ করা এই সংস্থার সভাপতি জানান, “আশ্রয় কাঠামোতে জায়গা না থাকায় আমরা এই অপ্রাপ্তবয়স্কদের বিভিন্ন হোটেলে রাখছি।”

পড়ুন>>অনিবন্ধিত অপ্রাপ্তবয়স্কদের জন্য তুরে ব্যতিক্রমী স্কুল এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র

তিনি নতুন অভ্যর্থনা কেন্দ্র নির্মাণের পক্ষে সমর্থন ব্যক্ত করে বলেন, আমাদের ধারণা ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ একত্রে সব সমস্যার সমাধানে কাজ না করে বিচ্ছিন্নভাবে কাজ করছে।”

ফ্রান্সে আসা ইউক্রেনীয় শরণার্থীরা যে সাহায্যের মাধ্যমে উপকৃত হয়েছে সেই সাহায্যের মাধ্যমে অন্য সবাই উপকৃত হবেন বলে আশাবাদী দাভিড নাকোশ। 



এমএইউ/আরকেসি (এএফপি, লো ফিগারো)




 

অন্যান্য প্রতিবেদন