ইটালির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণের জন্য লিবিয়া সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন৷ নতুন চুক্তির সহায়তায় ভূমধ্যসাগরে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে একটি যৌথ টাস্কফোর্স স্থাপন করবে রোম৷
ইউরোপে অভিবাসী প্রবেশের মূল প্রবেশদ্বার ইটালি৷ আর ইটালিতে আসা এসকল অভিবাসীদের একটি বড় অংশ লিবিয়া থেকে যাত্রা করে তাকে৷
সদ্য ক্ষমতায় আসা ইটালির নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী জ্বালানি ও অভিবাসন সমস্যার সমাধানে লিবিয়া সফর করেছেন৷ এটি উত্তর আফ্রিকার কোন দেশে তার দ্বিতীয় সফর৷ ইটালির সাবেক প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সফরের পর যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় এটি কোনো ইউরোপীয় নেতার প্রথম সফর৷
ইটালির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, সফরকালে ইটালীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন ত্রিপোলি-ভিত্তিক জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্য সরকারের প্রধান আব্দুলহামিদ আল-দাবিবাহ।৷
আরও পড়ুন>> লিবিয়া: নৌকাডুবিতে মৃত আট, নিখোঁজ কয়েক ডজন অভিবাসী
অবশ্য এই জাতীয় ঐক্য সরকার দীর্ঘদিন ধরে পূর্ব লিবিয়া ভিত্তিক একটি গ্রুপের শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে আছে৷ দেশটির অন্য গ্রুপগুলো আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত নয়৷
অভিবাসন প্রবাহ
জ্বালানির পাশাপাশি ইটালির কট্টর ডান সরকারের জন্য অভিবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ লিবিয়া হয়ে আসা অবৈধ অভিবাসন বন্ধ করা এই সরকারের অন্যতম লক্ষ্য৷
এটি মাথায় রেখে ইটালির প্রধানমন্ত্রী উত্তর আফ্রিকার দেশগুলির সাথে অভিবাসন নিয়ন্ত্রণে সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন৷
সফরকারে মানবপাচারকারীদের পরিচালিত সমুদ্রপথে অবৈধ প্রস্থানের প্রেক্ষিতে মেলোনি বলেন,‘‘অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতায় কাঠামোগত এবং যাচাইযোগ্য সমাধান খুঁজে বের করা প্রয়োজন৷’’
পড়ুন>> বছরের প্রথম সপ্তাহে দেড় হাজারের বেশি অভিবাসীকে লিবিয়ায় ফেরত
এই লক্ষ্যে, ইটালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাইয়ানি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি লিবিয়ার সাথে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন৷
প্রথম চুক্তিটির লক্ষ্য হচ্ছে, ইটালির কোস্টগার্ডের সাথে লিবিয়ার কর্তৃপক্ষের সক্ষমতা এবং সহযোগিতা জোরদার করা৷
দ্বিতীয় চুক্তিটির উদ্দেশ্য, অভিবাসন প্রবাহ, সন্ত্রাসবাদ এবং মাদকবিরোধী একটি যৌথ টাস্কফোর্স স্থাপন করা৷
মেলোনি বলেন, একটি জাতীয় রাজনৈতিক সমঝোতা লিবিয়ার বর্তমান অচলাবস্থার সমাধান করতে সাহায্য করতে পারে৷ ইটালি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে লিবিয়ার বৃহত্তর ঐক্য নিশ্চিত করতে পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে এমন ঝুঁকি এড়াতে তারা ভূমিকা পালন করবে৷’’
জ্বালানি চুক্তি
লিবিয়ার প্রধান বাণিজ্য অংশীদারদের অন্যতম হলো ইটালি৷ বিশেষ করে ইটালীয় কোম্পানি ‘এনি’ আফ্রিকার বৃহত্তম জ্বালানি তেল শোধনাগারগুলোর অপারেটর হিসেবে পরিচিত৷
আরও পড়ুন>> কেন্দ্রীয় ভূমধ্যসাগর রুটে ধর্ষণের শিকার শিশুরা
লিবিয়া সফরে প্রধানমন্ত্রী মেলোনির সাথে এনি’র প্রধান ক্লাউদিও ডেসকালজিও উপস্থিত ছিলেন৷ জ্বালানি উৎপাদন বাড়াতে ইটালীয় কোম্পানি এনি লিবিয়ার জাতীয় জ্বালানি কোম্পানির সাথে দুটি গ্যাস ক্ষেত্র তৈরির জন্য একটি চুক্তি সাক্ষর করেছে৷
চুক্তি অনুযায়ী, ইটালির প্রতিষ্ঠান এনি দুটি গ্যাস ক্ষেত্রে ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে৷ যা প্রতিদিন ৮৫০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে৷
গত বছর ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়ার উপর নির্ভরতা কমাতে আফ্রিকার শীর্ষ গ্যাস রপ্তানিকারকের কাছ থেকে সরবরাহ চুক্তি চেয়ে সোমবার আলজেরিয়া সফর করেন মেলোনি৷
এনি’র প্রধান ক্লাউদিও ডেসকালজি বলেন, ‘‘আজকের চুক্তির ফলে লিবিয়ার জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্ভব হবে৷ এটি লিবিয়ায় উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে এবং লিবিয়াতে নেতৃস্থানীয় অপারেটর হিসাবে এনি’র অবস্থানকে আরও শক্তিশালী করবে৷’’
পড়ুন>> লিবিয়ায় অভিবাসীদের নির্যাতনে ‘সহায়তা করছে’ ফ্রন্টেক্স
নাইজেরিয়া, আলজেরিয়া, মোজাম্বিক এবং মিশরের পরে সবচেয়ে বেশি গ্যাস মজুদ থাকা আফ্রিকান দেশগুলির তালিকায় লিবিয়া পঞ্চম স্থানে রয়েছে৷ ২০২২৪ সাল থেকে লিবিয়া ও ইটালির সাথে ৫২০ কিলোমিতার দীর্ঘ গ্রীনস্ট্রিম গ্যাস পাইপলাইন চালু রয়েছে৷
এমএইউ/আরআর (এএফপি)