সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে পৌঁছানোর চেষ্টা করছেন একদল অভিবাসনপ্রত্যাশী৷ ফাইল ফটো৷ পিকচার অ্যালায়েন্স/আলি ইহসান ওজত্রোক
সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে পৌঁছানোর চেষ্টা করছেন একদল অভিবাসনপ্রত্যাশী৷ ফাইল ফটো৷ পিকচার অ্যালায়েন্স/আলি ইহসান ওজত্রোক

তুরস্ক সরকার দেশটিতে অনিয়মিত উপায়ে আসা ১৩৯ জন আফগান অভিবাসীকে শনিবার নিজ দেশে ফেরত পাঠিয়েছে৷ তুরস্কের মাইগ্রেশন ম্যানেজমেন্ট বিভাগ এই তথ্য জানায়৷

মাইগ্রেশন ম্যানেজমেন্ট বিভাগকে উদ্ধৃত করে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, অনিয়মিত অভিবাসন বন্ধ করতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এসকল অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে৷ 

মাইগ্রেশন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সাভাস উনলু সাংবাদিকদের জানান, স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া মেনেই অভিবাসীদের আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে৷ 

পড়ুন: ‘আমার স্বপ্ন ছিল, আশা ছিল’

তিনি জানান, অনিয়মিত অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর অর্থাৎ আট হাজার দুইশ ১০জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে তুরস্ক সরকার৷  

বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থীর দেশ তুরস্কের সরকার কয়েক বছর ধরেই অনিয়মিত অবিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে৷ এরই অংশ হিসেবে গত বছর এক লাখ ২৪ হাজার ৪৪১ অভিবাসীকে জোরপূর্বক প্রত্যার্পণ বা ফেরত পাঠানো হয়েছে৷ ২০২১ সালের তুলনায় ফেরত পাঠানোর এই সংখ্যা ১৬১ শতাংশ বেশি বেড়েছে৷ 

সব মিলিয়ে ২০১৬ সালের পর থেকে গত বছর পর্যন্ত চার লাখ ৪৯ হাজার ৩২৬ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে তুরস্ক সরকার৷  

পড়ুন: ২০২২ সালে ইইউতে দ্বিগুণ আশ্রয় আবেদন

উনলু আরো বলেন, সরকারের কঠোর পদক্ষেপের কারণে অনিয়মিত উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে আসা অভিবাসীর সংখ্যা ২০২১ সালের তুলনায় ২০২২ সালে শতকরা ৩৮ কমেছে৷ 

আরআর/কেএম (মিডল ইস্ট মনিটর)

 

অন্যান্য প্রতিবেদন