চেক-স্লোভাক সীমান্তের স্টারি হ্রোজেনকভ অংশে অতিরিক্ত নজরদারি ব্যবস্থার সময় দায়িত্বরত এক চেক পুলিশ কর্মকর্তা। ছবি: রয়টার্স/রাডোভান স্টোকলাসা
চেক-স্লোভাক সীমান্তের স্টারি হ্রোজেনকভ অংশে অতিরিক্ত নজরদারি ব্যবস্থার সময় দায়িত্বরত এক চেক পুলিশ কর্মকর্তা। ছবি: রয়টার্স/রাডোভান স্টোকলাসা

অনিয়মিত অভিবাসনের চাপ বাড়ার প্রেক্ষিতে গত বছর স্লোভাকিয়ার সাথে থাকা সীমান্তে অতিরিক্ত নজরদারি ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল চেক প্রজাতন্ত্র। চার মাসেরও বেশি সময় পর অভিবাসী সংখ্য হ্রাস পাওয়ায় এই ব্যবস্থা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রাগ কর্তৃপক্ষ।

চেক প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, গত বছর অভিবাসী চাপ বৃদ্ধির কারণে স্লোভাকিয়ার সীমান্তে শুরু করা অতিরিক্ত নজরদারি ব্যবস্থা নতুন করে আর নবায়ন করা হবে না। 

এই ব্যবস্থাটি ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশের সীমান্তে মোতায়েন করা হয়েছিল। চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া উভয় দেশই ইউরোপের অবাধ চলাচলের শেঙেন অঞ্চলের সদস্য হওয়ায় এ অঞ্চল থেকে ইউরোপের ২৭টি দেশেই অনিয়মিত অভিবাসীদের প্রবেশের সুযোগ থাকে। 

আরও পড়ুন>>কাজ না করলে ইউক্রেনীয় শরণার্থীদের সুবিধা দেবে না চেক প্রজাতন্ত্র!

প্রাথমিকভাবে এটি ১০ দিন স্থায়ী হওয়ার কথা ছিল। কিন্তু অনিয়মিত অভিবাসন পরিস্থিতির অগ্রগতি না হওয়ায় চার মাসেরও বেশি সময় ধরে এই বিশেষ অভিযান অব্যাহত রাখে চেক কর্তৃপক্ষ। 

চেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি বারবার নবায়নের সময় যুক্তি দিয়েছিল, ২০২২ সালে চেক ভূখণ্ডে প্রায় ১২ হাজার অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে। বিপুল সংখ্যায় অভিবাসীকে আটক করার পরে সীমান্ত নিয়ন্ত্রণ প্রয়োজনীয় ছিল। আটক হওয়া অভিবাসীদের বেশিরভাগই সিরিয়া থেকে আসা।

পড়ুন>>“ইউরোপে আফগান শরণার্থীদেরদের জন্য কোনো জায়গা নেই”: চেক প্রধানমন্ত্রী

চেক ভূখণ্ডে এই সংকটটি ২০১৫ সালের ইউরোপের অভিবাসন সংকটের তুলনায় বেশি বলে দাবি করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান বলেন, গত সেপ্টেম্বরে দৈনিক প্রায় ৪০০ অভিবাসীকে আটক করা হয়েছিল।

তবে ভিট রাকুসান বুধবার জানিয়েছে, অনিয়মিত অভিবাসী আটকের হার ‘উল্লেখযোগ্যভাবে’ কমে এসেছে।

আরও পড়ুন>>স্লোভাকিয়ায় আটক ৪৩৫ অনিয়মিত অভিবাসী

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “এই ব্যবস্থার আওতায় ৩০ লাখেরও বেশি লোককে সীমান্তে নিরাপত্তা যাচাইয়ের আওতায় আনা হয়েছে। ২,৫৪৫ জনের প্রবেশ আটকে দেয়া হয়েছে। ১০ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসী এবং ১৪১ জন সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।”

মন্ত্রণালয় আরও জানায়, আশ্রয়প্রার্থী ও শরণার্থীরা পশ্চিম ইউরোপের দেশগুলিতে যাওয়ার পথে চেক প্রজাতন্ত্রকে একটি ট্রানজিট দেশ হিসাবে ব্যবহার করছে।

পড়ুন>>আফগান নারী হলেই শরণার্থী মর্যাদার যোগ্য: ইইউ সংস্থা

শেঙেনভুক্ত কোন দেশের সীমান্তে অতিরিক্ত নজরদারি ব্যবস্থা গ্রহণের ঘটনা এটি প্রথম নয়। ইতিপূর্বে বেশ কয়েকটি দেশ অবৈধ অভিবাসন রোধে এবং করোনা মহামারি ছড়িয়ে পড়া রোধসহ বিভিন্ন কারণে অস্থায়ী সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে।


এমএইউ/এআই (এপি)







 

অন্যান্য প্রতিবেদন