ইটালির উপকূলরক্ষীরা মাল্টার জলসীমানা থেকে আট জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে৷ এছাড়াও প্রায় ৪৬ অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে তারা৷ মৃত আট অভিবাসীদের মধ্যে এক অন্তঃসত্ত্বাসহ তিনজন নারী রয়েছেন।
ইটালীয় বার্তাসংস্থা আনসা জানিয়েছে শুক্রবার ভোরবেলায় মাল্টিজ জলসীমায় একটি নৌকা দেখা যায়৷ সে সময় ইটালির গার্দিয়া ডি ফিনাঞ্জা সার্চ অ্যান্ড রেসকিউ জোনে অর্থাৎ তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য টহল দিচ্ছিল৷
তখনই নজরে আসে নৌকাটি৷ তাদের ধারণা, অভিবাসী বোঝাই ছোট নৌকাটি আলোচিত ইটালীয় দ্বীপ লাম্পেদুসার দিকে যাচ্ছিল৷
নৌকাটিতে উত্তর আফ্রিকার কয়েক ডজন অভিবাসী ছিলেন৷ বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, মৃতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাসহ তিনজন নারী ছিলেন৷ উদ্ধার অভিযানে ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা৷
লাম্পেদুসা দ্বীপের মেয়র ফিলিপ্পো মান্নিনো ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন৷ তিনি জর্জা মেলোনিকে জানিয়েছেন, তারা আর পরিস্থিতির মোকাবেলা করতে পারছেন না৷
বার্তাসংস্থা এএফপিকে লাম্পেদুসার মেয়র জানিয়েছেন, ইটালির উপকূলরক্ষী সেন্ট্রাল ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে আট অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে।
বার্তাসংস্থা আনসা জানিয়েছে দ্বীপের বন্দরে যাওয়ার সময় তিনি মেলোনিকে বলেন, “দয়া করে আমাদের সাহায্য করুন, এভাবে আমরা চলতে পারব না৷”
প্রতি বছর অসংখ্য অভিবাসী উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছান৷ বিপজ্জনক ভূমধ্যসাগর পেরিয়ে তারা ইউরোপের দেশগুলিতে পাড়ি জমান৷ ছোট নৌকায় ঝুঁকি নিয়ে হাজারো অভিবাসীদের বেশিরভাগই ইটালিতে পৌঁছাতে চেষ্টা করেন৷
অভিযানের কয়েক ঘণ্টা আগে ইটালীয় গার্দিয়া ডি ফিনাঞ্জার জাহাজ এবং উপকূলরক্ষীরা ১৪ নারীসহ আরো ৭৫ জন আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করে৷ দুটি নৌকায় করে ইটালীয় উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা৷
সিসিলির স্থানীয় দৈনিক আগ্রিগেন্তো নোতিসিয়ে অনুযায়ী, ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত সমুদ্রপথে চার হাজার ৯৫৩ জন ‘অনিয়মিত’ অভিবাসী সে দেশে এসেছেন, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় পাঁচগুণ এবং ২০২২ সালের জানুয়ারির তুলনায় প্রায় দ্বিগুণ বেশি।
২০২২ সালে মোট এক লাখ ৫ হাজার অভিবাসী সমুদ্রপথে ইটালিতে এসেছিলেন।
আরকেসি/এমএইউ (ডিপিএ,এএফপি)