উত্তর ফ্রান্সের বিভিন্ন মহাসড়কে মানব পাচার রোধে যুক্তরাজ্যগামী ট্রাক ও লরিগুলোতে ফরাসি পুলিশের অভিযানের একটি দৃশ্য। ছবি: পিকচার এলায়েন্স
উত্তর ফ্রান্সের বিভিন্ন মহাসড়কে মানব পাচার রোধে যুক্তরাজ্যগামী ট্রাক ও লরিগুলোতে ফরাসি পুলিশের অভিযানের একটি দৃশ্য। ছবি: পিকচার এলায়েন্স

১৫ জন অনিয়মিত অভিবাসীকে ইংল্যান্ড থেকে ফ্রান্সে পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে ফরাসি পুলিশ। অভিবাসী পাচারের দায়ে চালককে এক বছরের জামিন অযোগ্য কারাদণ্ড দিয়েছে উত্তর ফ্রান্সের আদালত।

উত্তর ফ্রান্স থেকে অনিয়মিত উপায়ে যুক্তরাজ্যে যেতে সক্ষম হয়েছিলেন ১৫ জন মরক্কোর অভিবাসী। কিন্তু যুক্তরাজ্যে পৌঁছামাত্র তারা তাদের মত পাল্টান। তারা সেখানে না থাকার সিদ্ধান্ত নেন। 

অভিবাসীরা সেখান থেকে স্পেনে যাওয়ার লক্ষ্যে আবারও ফ্রান্সে ফিরে আসার সিদ্ধান্ত নেন। ফ্রান্সে পৌঁছানোর পর তারা ফরাসি পুলিশের হাতে আটক তারা।

আরও পড়ুন>>মাংসের বিনিময়ে অভিবাসন: বাংলাদেশি পাচারের দায়ে ফ্রান্সে এক ব্যক্তির সাজা

১ ফেব্রুয়ারি, বুধবার উত্তর ফ্রান্সের গ্রন্দ-সান্থ অঞ্চলে একটি ফক্সভাগেন ব্র্যান্ডের ভ্যান থেকে তাদের আটক করা হয়। আটকের সময় তিনজন অনথিভুক্ত ব্যক্তি সামনে ছিলেন বাকিরা গাড়ির ভেতরে লুকিয়ে ছিলেন। চালক নিজেও একজন মরক্কোর নাগরিক। 

ঘটনাস্থল থেকেই চালককে আটক করে অবৈধ অভিবাসনে ও অবৈধ অবস্থানে সহায়তার অভিযোগে পুলিশ হেফাজতে প্রেরণ করা হয় হয়েছিল।

পড়ুন>>স্পেন: ইউক্রেনীয় শরণার্থীরা অবৈধ তামাক কারখানায় শোষণের ‘শিকার’

পরবর্তীতে অনিয়মিত অভিবাসনে সহায়তার অভিযোগে এক বছরের জামিন অযোগ্য কারাবাসের সাজা দেন উত্তর ফ্রান্সের স্থানীয় আদালত। 

আটক হওয়া চালক মূলত প্যারিসের শহরতলির একজন বাসিন্দা। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক। তিনি জানান, ইংল্যান্ড থেকে ফিরে আসার সময় তাকে অনিয়মিত অভিবাসীদের গ্রন্দ সান্থ অঞ্চলে নামিয়ে দেয়ার প্রস্তাব দেওয়়া হয়েছিল। 

আরও পড়ুন>>যুক্তরাজ্য: আন্তর্জাতিক মানবপাচার চক্রের কুখ্যাত নেতা আটক

আটক হওয়া অনিয়মিত অভিবাসীরা মূলত একটি যুক্তরাজ্য ভিত্তিক নেটওয়ার্কের সহায়তায় যুক্তরাজ্যে পৌঁছেছিল। ফিরতি পথে তাদের প্যারিসে ফিরিয়ে আনতে সাজাপ্রাপ্ত চালককে ১৫ অভিবাসীর জন্য জনপ্রতি ২০০ ইউরো বা ২০ হাজার টাকা দেয়া হয়েছিল।

এমএইউ/আরকেসি        (লা ভোয়া দ্যু নর্দ)

 

অন্যান্য প্রতিবেদন