(ফাইল ছবি) স্পেনের মেলিলা ছিটমহলের সাথে মরক্কো সীমান্তের দৃশ্য। ছবি: রয়টার্স
(ফাইল ছবি) স্পেনের মেলিলা ছিটমহলের সাথে মরক্কো সীমান্তের দৃশ্য। ছবি: রয়টার্স

মরক্কোর একটি আদালত গত জুনে স্প্যানিশ ছিটমহল মেলিলা সীমান্তে সংঘর্ষের ঘটনায় দোষী সাব্যস্ত করে আট অভিবাসীকে দেয়া সাজা বাড়িয়েছে। মরক্কোতে অবৈধ প্রবেশসহ কয়েকটি অপরাধের দায়ে সংশ্লিষ্ট অভিবাসী পুরুষদের চার বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২২ সালের জুনে একযোগে সীমান্ত পাড়ি দিতে গিয়ে মরোক্কো ও স্প্যানিশ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অভিবাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। 

উক্ত ঘটনায় মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল মেলিলায় অবৈধ প্রবেশের চেষ্টায় দোষী সাব্যস্ত হওয়া আটজনের কারাদণ্ড বৃদ্ধি করেছে মরক্কোর আপিল আদালত।

অভিবাসীদের আইনজীবী এমবারেক বুইরিগ মঙ্গলবার বলেন, ‘‘মরক্কোর উত্তর-পূর্বাঞ্চলীয় শহর নাদোরের একটি আপিল আদালত দোষী সাব্যস্ত তিনজনের সাজা তিন থেকে চার বছর এবং অন্য পাঁচজনের জন্য আড়াই বছর থেকে তিন বছর করেছে।’’

আরও পড়ুন>>অভিবাসন ব্যবস্থাপনা: স্পেন-মরক্কো নয়া চুক্তি

তিনি বলেন, ‘‘আপিল আদালত একই মামলায় আরও সাত আসামির আড়াই বছরের পূর্বের কারাদণ্ড বহাল রেখেছেন।’’

গত বছরের ২৪ জুন সংঘটিত এই নজিরবিহীন সংঘর্ষে প্রায় দুই হাজার অভিবাসী মানুষ সুরক্ষিত সীমান্ত দিয়ে স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। অভিবাসীদের মধ্যে বেশিরভাগই সুদানের নাগরিক। এই ঘটনায় কমপক্ষে ২৩ জন অভিবাসী নিহত হন। 

আরও পড়ুন>স্পেন: অভিবাসী শোষণের দায়ে আটক ব্যবসায়ী

এমবারেক বুইরিগ বার্তা সংস্থা এএফপিকে জানান, মঙ্গলবার যে আটজনের সাজা বৃদ্ধি করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা মরক্কোতে অবৈধ প্রবেশ, অবাধ্যতা এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করেছে।

মরক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস আপিলের শুনানি হয়েছে এমন ১৫ জন অভিবাসী পুরুষের একটি তালিকা প্রকাশ করেছে। সংস্থাটি তালিকায় থাকা অভিবাসীদের পরিবারগুলোকে নাম ও বিস্তারিত তথ্য দিয়ে পরিচয় নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে। 

যদিও মরক্কোর কর্তৃপক্ষ বলছে জুনের ঘটনায় ২৩ জন অভিবাসী মারা গেছেন, কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলি এই সংখ্যা আরও বেশি দাবি করেছে। 

আরও পড়ুন>> স্পেনে বিমান থেকে পালানো ২২ অভিবাসীর মুক্তি না প্রত্যাবর্তন?

মরক্কোর অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস বলছে, ২৪ জুন অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছে। অপরদিকে আন্তজার্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে ৩৭ জন লোক পদদলিত হয়ে মারা গেছে বলে এবং নিখোঁজ রয়েছেন আরও ৭৭ জন।

মরোক্কো এবং স্পেন উভয় সরকার জোর দিয়ে দাবি করেছে, অভিবাসীরা এই ট্রাজেডির জন্য দায়ী। 

আরও পড়ুন>>২০২২: স্পেনে অনিয়মিত অভিবাসনে ব্যাপক হ্রাস

মরক্কো বলেছে, অনেক অভিবাসী কাঁটাতারের বেড়ার উপর উঠার চেষ্টা করার সময় পড়ে গিয়ে মারা গেছে। এছাড়া অন্যরা শ্বাসরুদ্ধ হয়ে আতঙ্কিত হয়ে পড়ে ও পদদলিত হয়ে নিহত হয়েছে বলে দাবি করেছে রাবাত।

কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কোর ১৪০ জন পুলিশ কর্মকর্তা সংঘর্ষে আহত হয়েছেন।

গত ডিসেম্বরে অভিবাসী মৃত্যুর তদন্তকারী স্প্যানিশ প্রসিকিউটররা জানিয়েছেন, স্প্যানিশ রক্ষীদের অসদাচরণের কোন প্রমাণ পাওয়া যায়নি৷

আরও পড়ুন>>ক্যানারি উপকূলে নিখোঁজ অভিবাসীদের মৃতদেহ শনাক্তে পরিবারগুলোর সংগ্রাম

স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন ‘মিথ্যা’ দাবি করে সমালোচনা করেছে। অ্যামনেস্টি দাবি করেছে, মরক্কো এবং স্প্যানিশ সীমান্তরক্ষীরা অভিবাসীদের উপর টিয়ার গ্যাস ছুঁড়েছে, তাদের মারধর করেছে এবং পাথর ছুঁড়েছে।

মঙ্গলবার আদালতে আইনজীবী এমবারেক বুইরিগ বিচার বিভাগকে অভিবাসীদের সাজা কমিয়ে “আশ্রয়প্রার্থী হিসাবে মর্যাদা” দেয়ার আহ্বান জানান।


এএমএইউ/এআই (এএফপি) 







 

অন্যান্য প্রতিবেদন