প্রতীকী ছবি৷ সিটিকে ফটো/মিলস রুম/পিকচার-অ্যালায়েন্স
প্রতীকী ছবি৷ সিটিকে ফটো/মিলস রুম/পিকচার-অ্যালায়েন্স

অভিবাসনপ্রত্যাশীদের জোরপূর্বক প্রত্যাবাসনে তৈরি করা চেক প্রজাতন্ত্রের একটি আশ্রয়শিবির ছেড়ে অন্তত ১৩ জন পালিয়ে গিয়েছিলেন৷ পলাতক ছয়জনকে পরে আবার আটক করা সম্ভব হলেও, এখনো সাতজনের সন্ধান পায়নি দেশটির পুলিশ৷

চেক প্রজাতন্তের পশ্চিমাঞ্চলীয় শহর প্লাজেনিয়া পুলিশ সদর দপ্তরের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন৷

মঙ্গলবার রাতে পলাতক অভিবাসনপ্রত্যাশীদের সন্ধানে অভিযানে নামে পুলিশ৷ মোতায়েন করা হয় হেলিকপ্টার৷ অভিযান চালিয়ে ওই রাতেই ছয়জনকে আটক করা হয়৷ যে সাতজন এখনও ধরা পড়েনি, তারা উত্তর আফ্রিকা থেকে এসেছে বলে জানিয়েছে পুলিশ৷

আশ্রয়শিবিরটির অবস্থান বালকোভায়৷ জার্মান সীমান্ত থেকে এটির দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার৷ মূলত যেসব অভিবাসনপ্রত্যাশীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে, তাদেরকেই ওই শিবিরে রাখা হতো৷

আশ্রয়শিবির থেকে অভিবাসনপ্রত্যাশীরা কীভাবে পালিয়ে গেলেন, তা এখনও জানা যায়নি৷ কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ৷

চেক কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর দেশটিতে ৯২টি আশ্রয়ের আবেদন গ্রহণ করা হয়েছে৷ ৪৫৩টি আবেদন প্রত্যাখান করা হয়েছে৷ তবে ৩৮৭টি আবেদনের পরিপ্রেক্ষিতে অস্থায়ী সুরক্ষা দেয়া হয়েছে৷

টিএম/এআই (ডিপিএ)

 

অন্যান্য প্রতিবেদন