২০২২ সালে রোমের ডানপন্থি সরকারের আরোপ করা একটি ডিক্রি বেআইনি ঘোষণা করে রায় দিয়েছে দেশটির আদালত। গত বছর অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজ থেকে শুধু দূর্বল ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সিসিলির ক্যাটানিয়ার বন্দরে নামার অনুমতি দিয়ে ডিক্রিটি আরোপ করেছিল ইটালির কট্টরপন্থি সরকার।
ডিক্রিটির আওতায় হিউম্যানিটি-১ উদ্ধার জাহাজে থাকা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৪৪ জনকে প্রাথমিক পর্যায়ে বন্দরে নামার অনুমতি দেওয়া হয়। জাহাজের অপর ৩৫ জন পূর্ণবয়স্ক পুরুষ অভিবাসনপ্রত্যাশীকে ইটালি ভূখণ্ডে প্রবেশের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল।
একই ধরনের বিধিনিষেধ ওই সময়ে ফরাসি এনজিও ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ) পরিচালিত উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস-এর ওপরও আরোপ করা হয়েছিল।
অপরদিকে, ওইসময় ইটালির উপকূলে অপেক্ষায় থাকা তৃতীয় আরেকটি উদ্ধার জাহাজ ওশান ভাইকিং একই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কায় ইটালির পরিবর্তে ফ্রান্সের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
আরও পড়ুন>>ইটালিতে শরণার্থী শিশুদের নিয়ে ফরাসি শিল্পীর প্রদর্শনী
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং জাতিসংঘের তীব্র সমালোচনার মুখে এক পর্যায়ে হিউম্যানিটি-১ এবং জিও ব্যারেন্টসে থাকা অবশিষ্ট ২৫০ অভিবাসীকে নামার অনুমতি দিতে বাধ্য হয়েছিল রোম কর্তৃপক্ষ।
পরে সরকারের আরোপ করা ডিক্রিকে আইনগতভাবে চ্যালেঞ্জের সিদ্ধান্ত ন্যায় উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি-১ কর্তৃপক্ষ। ভূমধ্যসাগরের অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে জাহাজটি পরিচালনার দায়িত্বে আছে দাতব্য সংস্থা এসওএস হিউম্যানিটি।
সোমবার এ বছরের ৬ ফেব্রুয়ারি এসওএস হিউম্যানিটি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিউম্যানিটি-১ জাহাজের উপর আরোপিত ডিক্রি ‘বেআইনি’ ঘোষণা করেছে সিসিলির ক্যাটানিয়া আদালত।
পড়ুন>>লিবিয়াকে টহল বোট দিল ইটালি
বিবৃতিতে আরও বলা হয়, “আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো মত পার্থক্য ও স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় না নিয়ে সমুদ্র থেকে উদ্ধার হওয়া সব মানুষকে সহায়তা দিতে আমাদের দেশের বাধ্যবাধকতা রয়েছে। আন্তঃমন্ত্রণালয় থেকে জারি করা একটি ডিক্রির মাধ্যমে এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”
এসওএস হিউম্যানিটির অ্যাডভোকেসি অফিসার মির্কা শেফার এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, “নতুন ইটালীয় সরকার আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য।”
ইটালির নতুন প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার সেপ্টেম্বরে নির্বাচনের পর অক্টোবরে ক্ষমতা গ্রহণ করে। নির্বাচনের আগে তার দল এবং মিত্ররা প্রতি বছর দেশটির উপকূলে অবতরণকারী হাজার হাজার অভিবাসীকে থামানোর প্রতিশ্রুতি দিয়েছিল।
আরও পড়ুন>>ইটালি: ২০২৩ সালে মৌসুমি ও স্পনসর ভিসার ডিক্রি ঘোষণা
অপরদিকে, চলতি বছরের জানুয়ারিতে নতুন আরেকটি ডিক্রি জারি করেছে এই সরকার। এই আইন অনুযায়ী, দাতব্য জাহাজগুলো একবারে শুধু একটি উদ্ধার অভিযান পরিচালনা করে উপকূলে ফিরে আসতে বাধ্য থাকবে। একসঙ্গে একের অধিক উদ্ধার অভিযান পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে।
এসওএস হিউম্যানিটি বলেছে, নতুন এই ডিক্রিটিও আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।
এটিকে পূর্ণাঙ্গ আইনে রূপ দিতে চলতি সপ্তাহে ইটালির সংসদে ভোটাভুটির কথা রয়েছে।
জারি করা ডিক্রির সমালোচনা করে কাউন্সিল অব ইউরোপ জানিয়েছে, “এটি এনজিওদের মাধ্যমে অভিবাসনপ্রত্যাশীদের জীবন রক্ষার বিধানকে বাধাগ্রস্ত করতে পারে।”
পড়ুন>> ইটালিতে অনিবন্ধিত অভিবাসীদের খোঁজ ও গ্রেপ্তার
এনজিও চালিত এসব উদ্ধারকারী জাহাজ ইটালিতে আসা প্রায় ১০ শতাংশ অভিবাসীকে উদ্ধার করে।
এমএইউ/টিএম (এএফপি)