অভিবাসনের আশায় হাজার হাজার টিউনিশীয় সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ ফাইল ফটো৷ ইপিএ/ইয়োসে সেনা গৌলাও
অভিবাসনের আশায় হাজার হাজার টিউনিশীয় সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ ফাইল ফটো৷ ইপিএ/ইয়োসে সেনা গৌলাও

টিউনিশিয়ার একটি ফুটবল ক্লাবের গোলকিপার অভিবাসনের আশায় অনিয়মিত পথে সাগরে পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইটালিতে পৌঁছেছেন৷ তার নাম খলিল জৌলি৷

টিউনশিয়ার ক্লাব অ্যাভেনির স্পোর্টফ ডে রেজেচি তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানায়৷

অভিবাসনের আশায় হাজার হাজার টিউনিশীয় সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ তীব্র অর্থনৈতিক সংকটের কারণেই মূলত টিউনিশীয়রা ঝূঁকিপূর্ণ পথে পাড়ি দেন৷ তবে ফুটবল দলের গোলকিপারের এমন অভিবাসনে আলোচনা শুরু হয়েছে৷    

ফেসবুক পোস্টে বলা হয়, তীব্র অর্থনৈতিক সংকটে ভূগছিল ক্লাবটি৷ তাছাড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়৷ এমন প্রেক্ষিতেই অনিয়মিত পথে সাগর পাড়ি দিয়ে ইটালি গেছেন তিনি৷  

১৯ বছরের খলিল জৌলি অতিরিক্ত গোলকিপার হিসেবে ক্লাবটিতে যুক্ত ছিলেন৷ গত ২ ফেব্রুয়ারি ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি৷ সমুদ্র পাড়ি দিয়ে তিনি বৃহস্পতিবার ইটালি পৌঁছেছেন বলে একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে৷   

পড়ুন: অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে তৎপর ইইউ, বাংলাদেশের উপর চাপ বাড়বে

সরকারের তথ্যমতে গত বছর টিউনিশিয়া থেকে ৩২ হাজার অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথে ইটালি পৌঁছেছেন৷ এর মধ্যে ১৮ হাজার টিউনিশিয়ার নাগরিক৷  

সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের এই চেষ্টা কোনোভাবেই কমছে না৷ যদিও টিউনিশিয়ার কোস্টগার্ডের সদস্যরা প্রায় সাগর থেকে অভিবাসনপ্রত্যাশীদের আটক করে৷  

দেশটির কোস্টগার্ড জানায় সর্বশেষ গত শনি ও রোবার রাতে সমুদ্রে বিভিন্ন অভিযানে প্রায় ৪২৩ জন অভিবাসনপ্রত্যাশীর যাত্রা ঠেকিয়েছে৷ এদের মধ্যে ৭১ জন টিউনিশিয়ার এবং বাকি ৩৫২ জন সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক৷ সাগর পাড়ি দিয়ে ইউরোপের পথে যাত্রা করছিলেন তারা৷

আরআর/আরকেসি (এএফপি)

 

অন্যান্য প্রতিবেদন