উন্নত জীবনের স্বপ্নে ইটালির উদ্দেশে পাড়ি দিয়েছিলেন অভিবাসীরা। কিন্তু তাদের যাত্রা থেমে গেছে সমুদ্রে৷ ইটালির উপকূলে রোববারের দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনের মরদেহ পাওয়া গেছে৷
গত রোববার ইটালির দক্ষিণ উপকূলে সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবে যায়৷ নৌকাটিতে ১৫০-২০০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন৷ এখন পর্যন্ত ৬৭ জনের লাশ মিলেছে, যাদের মধ্যে ১৬ জন শিশু রয়েছে৷
কিন্তু মৃতের সংখ্যা বেশি বলে আশঙ্কা করা হচ্ছে৷ আফগানিস্তানের তালেবান সরকার বলছে, দুর্ঘটনায় দেশটির নাগরিকই মারা গেছেন ৮০ জন৷
এখন পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছেন ৮০ জন৷ দুর্ঘটনায় পড়ার পাঁচদিন আগে তারা তুরস্ক থেকে যাত্রা করেন৷ এজন্য মানবপাচারকারীদের জনপ্রতি প্রায় ৮৫০০ ডলার করে তারা দিয়েছেন বলে জানিয়েছে তদন্তকারীরা৷ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দক্ষিণ ইটালির ক্যালাব্রিয়ার পুলিশ৷
নৌকায় অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে আফগান নাগরিকরা ছাড়াও ছিলেন ইরানি ও সোমালিয়া থেকে আসা অভিবাসীরা৷
নিজেদের ২০ জন অভিবাসী নৌকায় ছিলেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান৷ তাদের মধ্যে বেঁচে আছেন ১৬ জন, নিখোঁজ বাকিরা৷
এফএস/এমএইউ