(ফাইল ছবি) চেক প্রজাতন্ত্র পুলিশের অনিয়মিত অভিবাসন বিরোধী একটি অভিযান। ছবি: পিকচার এলায়েন্স
(ফাইল ছবি) চেক প্রজাতন্ত্র পুলিশের অনিয়মিত অভিবাসন বিরোধী একটি অভিযান। ছবি: পিকচার এলায়েন্স

চেক প্রজাতন্ত্র কর্তৃপক্ষ দাবি করেছে, একটি আন্তজার্তিক মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে আটকের মাধ্যমে চক্রটির কার্যক্রম ভেঙে দেয়া হয়েছে৷ এই চক্রের বিরুদ্ধে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া হয়ে পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে অনিবন্ধিত অভিবাসীদের পাচারের অভিযোগ রয়েছে৷

বুধবার, ১ মার্চ, সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত চেক প্রজাতন্ত্রের বিশেষ ইউনিটের একজন মুখপাত্র বলেছেন, চেক কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের সদস্য হিসেবে কাজ করা পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে৷

পুলিশ জানিয়েছে, আটকের পর অভিযুক্ত গ্যাংয়ের কয়েকজন সদস্য তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন৷ দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের ১২ বছরের কারাদণ্ড হতে পারে৷

আরও পড়ুন>>হাঙ্গেরি সীমান্তে ২০০ অভিবাসীকে বাধা, অস্ত্র উদ্ধার

অভিযুক্তদের দেশটির রাজধানী প্রাগ, দ্বিতীয় বৃহৎ শহর ব্রনো এবং ম্লাদা বোলেস্লাভ শহর থেকে অভিযানের সময় গ্রেপ্তার করা হয়৷ কর্তৃপক্ষ প্রাথমিক সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এমন আরও চার সন্দেহভাজনকে এখনও খোঁজ করছে৷

এই গ্যাংয়ের বিরুদ্ধে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া হয়ে জার্মানি এবং ফ্রান্সসহ অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে অনিয়মিত অভিবাসীদের পাচারের অভিযোগ রয়েছে৷ এই গোষ্ঠীটি একটি সরকারিভাবে নিবন্ধিত সংস্থা পরিচালনা করেছিল৷

এই সংস্থাটি চেক কোম্পানিগুলোর জন্য বিদেশি কর্মী নিয়ে আসার দায়িত্ব পালনের ভুয়া কার্যক্রম পরিচালনা করত৷ সংস্থাটির বিরুদ্ধে এ জাতীয় প্রায় ১৩০ টি অভিযোগ পাওয়া গেছে৷

পড়ুন>> কাজ না করলে ইউক্রেনীয় শরণার্থীদের সুবিধা দেবে না চেক প্রজাতন্ত্র!

২০২২ সালে, চেক কর্তৃপক্ষ ২৭৭ জন সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করেছিল৷ যা ২০২১ সালের চেয়ে চারগুণ বেশি৷

প্রাগ পুলিশ জানিয়েছে, চেক প্রজাতন্ত্রে প্রবেশকারী অনিয়মিত অভিবাসীদের সংখ্যা ২০২২ সালে দ্বিগুণেরও বেশি হয়ে ২৯,২৩৫ এ দাঁড়িয়েছে৷ ২০২১ সালে, কোভিড-১৯ জনিত বিধিনিষেধ থাকা অবস্থায়, চেক প্রজাতন্ত্র ১১,১৭০ জন অনিয়মিত অভিবাসী প্রবেশের তথ্য নথিভুক্ত করেছিল৷ 

২০২২ সালে, আগতদের মধ্যে প্রায় ২১ হাজার সিরীয় নাগরিক পশ্চিম ইউরোপে যাত্রা করতে চেয়েছিলেন৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, অভিবাসীদের মধ্যে কেবলমাত্র ৫০৯৪ জন অভিবাসীচেক প্রজাতন্ত্রে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন৷

আরও পড়ুনও>>অভিবাসীদের মরদেহ শনাক্ত কেন কঠিন, করণীয় কী?

গত বছরের সেপ্টেম্বর হেকে চেক প্রজাতন্ত্র অতিরিক্ত সুরক্ষাসহ স্লোভাকিয়ার সাথে থাকা ২৫০ কিলোমিটার দীর্ঘ সীমানা আরও শক্তিশালী করেছে৷ মূলত বলকান রুট থেকে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসন মোকাবেলায় এই নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে৷


এমএইউ/আরআর  (ডিপিএ/রয়টার্স)


 

অন্যান্য প্রতিবেদন