সমুদ্রপথে অনিয়মিত অভিবাসন ঠেকাতে নতুন আইন তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্যের রক্ষণশীল সরকার। ছবি: গ্যারেথ ফুলার/এমপিকস/পিকচার অ্যালায়েন্স
সমুদ্রপথে অনিয়মিত অভিবাসন ঠেকাতে নতুন আইন তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্যের রক্ষণশীল সরকার। ছবি: গ্যারেথ ফুলার/এমপিকস/পিকচার অ্যালায়েন্স

জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে আসা অভিবাসনপ্রত্যাশী ও আশ্রয়প্রার্থীদের আটক করে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় যুক্তরাজ্য৷ আর এ জন্য নতুন একটি আইন করতে চলেছে দেশটির রক্ষণশীল সরকার৷ মঙ্গলবারই এ সংক্রান্ত বিলটি প্রস্তাব করার কথা রয়েছে৷

জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে আসা অভিবাসনপ্রত্যাশী ও আশ্রয়প্রার্থীদের আটক করে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় যুক্তরাজ্য৷ আর এ জন্য নতুন একটি আইন করতে চলেছে দেশটির রক্ষণশীল সরকার৷ মঙ্গলবারই এ সংক্রান্ত বিলটি প্রস্তাব করার কথা রয়েছে৷

ব্রেক্সিটের সময় সীমানায় নজরদারি কঠোর করার প্রতিশ্রুতি দেয়া হলেও অনিয়মিত অভিবাসীর আগমন ঠেকাতে পারেনি দেশটি৷ গত বছরেও ৪৫ হাজার অনিয়মিত অভিবাসী এসেছে যুক্তরাজ্যে৷ পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপরও চাপ তৈরি হয়েছে

ডেইলি মেইলের এক রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার প্রস্তাব করতে যাওয়া বিলটিতে অনিয়মিত পথে যুক্তরাজ্যে আসা আশ্রয়প্রার্থীদের আটক এবং তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিও থাকবে৷

বিলটি আইন আকারে পাশ হলে, অনিয়মিত অভিবাসীরা যুক্তরাজ্যে এসে আশ্রয় চাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন৷ এমনকি, তাদের দেশটিতে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে৷ অর্থাৎ তারা আর কখনো যুক্তরাজ্যে যেতে পারবেন না৷

গত বছর, যুক্তরাজ্যে আসা আশ্রয়প্রার্থীদের একটি অংশ রুয়ান্ডায় পাঠানোর একটি উদ্যোগ নিয়েছিল সরকার৷ কিন্তু আইনি চ্যালেঞ্জের মুখে সেটি এখনও বাস্তবায়ন করতে পারেনি দেশটি৷ 

রোববার নতুন এই বিলটির সপক্ষে স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, ‘‘ব্রিটেনকে অবশ্যই নৌকা আসা বন্ধ করতে হবে৷’’

তিনি বলেন, ‘‘এ আইনের মধ্য দিয়ে যদি কেউ অনিয়মিত পথে যুক্তরাজ্যে আসেন, তাহলে তাকে আটক করে দ্রুত তার নিজ দেশে ফেরত পাঠানো হবে৷’’

যুক্তরাজ্যে অভিবাসনে আইনি এবং নিরাপদ পথেই আসতে হবে বলেও মন্তব্য করেন দেশটির স্বরাষ্ট্র সচিব৷

ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের থামাতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আরো আলাপ-আলোচনা প্রয়োজন বলেও জানিয়েছেন নর্দার্ন আয়ারল্যান্ডের সচিব ক্রিস হিটন-হ্যারিস৷

এদিকে, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের দৌড়ে এগিয়ে আছে বিরোধী দল লেবার পার্টি৷ কিন্তু প্রধানমন্ত্রী ঋষি সুনাক চান, তার দলকে জিতিয়ে আনতে৷ আর সে জন্য চ্যানেল পেরিয়ে আসা অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে বেশি জোর দিচ্ছেন তিনি৷

টিএম/আরকেসি (এএফপি)

 

অন্যান্য প্রতিবেদন